টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়-সমতল। বুধবার রাত থেকেই দার্জিলিং,কালিম্পঙ ও সিকিমগামী রাস্তায় ও বিভিন্ন এলাকায় ধস নেমেছে। শিলিগুড়ি-সিকিমগামী জাতীয় সড়কে ধস নেমে শিলিগুড়ি থেকে পাহাড়ে যাওয়ার প্রধান রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অন্য ঘুরপথে যেতে হচ্ছে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে নামাতে হয়েছে সেনা। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা টিম নামিয়ে ডুয়ার্সের জয়ন্তী নদীর জলস্ফীতিতে আটকে পড়া ৭ যুবককে উদ্ধার করা হয়েছে। এদিকে শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর, জলপাইগুড়ি, রায়গঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আরও বেশি বিপর্যয়ের আশঙ্কায় উত্তরবঙ্গবাসী।
Heavy Rain Cased Landslide In North Bengal Again