Advertisement

Darjeeling Toy Train Joyride: কার্শিয়াং থেকে দার্জিলিং ঘুরুন আনন্দে, জয়রাইডের সংখ্যা আরও বাড়ছে টয়ট্রেনে

ধস নেমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি টয় ট্রেন। ফলে কলকাতা বা বাইরে থেকে এসে এনজেপি স্টেশন থেকে ট্রেনে উঠে পাকদন্ডি বেয়ে দার্জিলিং যাওয়ার শখ আপাতত মুলতুবি রাখতে হচ্ছে পর্যটকদের। আর এই সুযোগে দুধের স্বাদ ঘোলে হলেও টয় ট্রেন চড়তে জয়রাইডই এখন ভরসা। ফলে চাহিদা এখন তুঙ্গে। কার্শিয়াং থেকে দার্জিলিং কোনও জয়রাইডই প্রায় ফাঁকা যাচ্ছে না। বরং ওয়েটিং লিস্টে থাকছেন অনেকেই।

The number of joyrides on Toy train in Darjeeling is increasing

Advertisement
POST A COMMENT