scorecardresearch
 

VIDEO: দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল ২ রেড পান্ডা শাবক

VIDEO: দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল ২ রেড পান্ডা শাবক

দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডা শোভা জন্ম দিল দুই শাবকের। দার্জিলিংয়ের তপসেদাঁড়ার বিডিং সেন্টারে দুই শাবকের জন্ম দেয় এই রেড পান্ডা। এই নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় মোট রেড পান্ডা সংখ্যা দাঁড়াল ২৫। জানা গেছে জন্ম নেওয়া ওই দুই রেড পান্ডা শাবকের মা শোভা ও বাবা নয়েল।