scorecardresearch
 
Advertisement

Kanchenjungha View-Kewzing: রাতের কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকরা ছুটছেন সিকিমের এই ছোট্ট গ্রামে

Kanchenjungha View-Kewzing: রাতের কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকরা ছুটছেন সিকিমের এই ছোট্ট গ্রামে

রাতের কাঞ্চনজঙ্ঘা দর্শনে লোক টানছে এই অফবিট টুরিস্ট স্পট। এই জায়গাটি আমাদের প্রতিবেশি রাজ্য সিকিমে অবস্থিত। জায়গাটির নাম কিউজিং। ছোট্ট জনপদ। হোটেল নেই, আছে শুধু কিছু হোম-স্টে। এই কিউজিং থেকে  কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যই আলাদা। এখানে দিনের আলোয় আর রাতের আলোয় কাঞ্চনজঙ্ঘার আলাদা রূপ।সকাল আর সন্ধ্যে পাহাড়ের দুই ভিন্ন রূপ দেখে মুগ্ধ হবেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সকালের শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার সঙ্গে রাতের কাঞ্চনজঙ্ঘার কোনও মিল পাবেন না। সেখানে গেলেই বুঝতে পারবেন কেন এ কথা বলা হচ্ছে।সারা বছর সেখান থেকে তাকালে মনে হবে অন্য পাহাড়ে  দীপাবলীর মতো আলো জ্বলতে দেখা যাবে। রাত যত গভীর হতে থাকে অন্ধকার  যত গহীন হয়, আর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা চিকচিক করে।

sikkim's kewzing has a wonder ful view of mount kangchenjungha

Advertisement