scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের এই জেলাগুলিতে

বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 1/8

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের অদূরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 2/8

পূর্বাভাস মতোই সোমবারও উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি। ফলে পরপর দুদিন ঝকঝকে আবহাওয়া পেয়ে পুজোর আগে কিছুটা স্বস্তি ফিরেছে।

বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 3/8

কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টি হয়েছে, তবে তেমন ভারী নয় বলেই জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।

Advertisement
বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 4/8

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 5/8

তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 6/8

বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতেই বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই বলা হয়েছে।

বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 7/8

আপাতত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তাপমাত্রা এ মরশুমে আর বাড়ার সম্ভাবনা নেই।

 

Advertisement
বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
  • 8/8

পাহাড়ে ধস সতর্কতা এদিনও জারি রাখা হয়েছে। তবে সোমবার নতুন করে অবশ্য ধস নামার খবর নেই কোথাও। তবে দার্জিলিং-কালিম্পংয়ের পাহাড়ে প্রশাসনিক নজরদারি থাকছে।

Advertisement