
Weather Update: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আবহাওয়ার খুব একটা বেশি পরিবর্তন হবে না।

আগামী ১৭ তারিখের পরে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। আগামী ৩-৪দিন আবহাওয়ার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিনও কিছু জেলায় স্থানীয়ভাবে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে।

অন্যদিকে, ১৭ থেকে ১৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি সুপার সাইক্লোন। এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে।

তবে এই সুপার সাইক্লোন নিয়ে কোনও সতর্কতা জারি করেনি দিল্লির মৌসম বিভাগ। একটি মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থার তরফে এই সতর্কতা দেওয়া হয়েছে।

এই সুপার সাইক্লোনের জেরে একাধিক রাজ্যে ক্ষয়ক্ষতি হতে পারে। অনুমান করা হচ্ছে, ১৭ তারিখের পরেই এ বিষয়ে কোনও কিছু জানাতে পারে দিল্লির মৌসম বিভাগ।