জানা গিয়েছে, কাটিহার এক্সপ্রেসে বিকলাঙ্গদের জন্য সংরক্ষিত কামরায় বাঙ্কে পড়েছিল সৌমিত্রর দেহ। বুকে ও পেটে ছুরির গভীর ক্ষত। সেই ক্ষত দেখেই পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত, খুনই করা হয়েছে ওই ব্যক্তিকে।
গত শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের বেলডাঙায়। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে। ওই ঘটনার পর বেলডাঙায় যেতে চেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু অনুমতি মেলেনি। এরপরেই আজ সুকান্ত মজুমদার রওনা হন বেলডাঙারা উদ্দেশ্যে।
আবারও আবাস যোজনায় বাড়ির টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। অভিযোগ জমা পড়তেই প্রশাসনের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ডাউন জসিডি আসানসোল মেমু আসছিল। ঝাড়খণ্ডের কুমারবাদ বোহিনী স্টেশন ছাড়ার পর একটি ট্রাকের সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা লাগে।
কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট বেধে দিয়েছে তাই কোনও ভাবেই এক মুহূর্ত সময় নষ্টে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন দ্রুত বিজেপির সদস্যপদ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ লক্ষ্যপূরণ করতে হবে যে। কিন্তু এবার যা ঘটল তা সব কিছুই ছাপিয়ে গিয়েছে।
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত। একদা বাংলার অক্সফোর্ড এখন দুষ্কৃতীদের চারণভূমি। এই অভিযোগ দীর্ঘদিনের। রোজই গ্যাংওয়ার দেখে অভ্যস্থ এলাকার মানুষ। একটা সময় এই এলাকা ছিল জুটমিলের জন্য বিখ্যাত। সেই সময় জুটমিলের রাজনীতি নিয়ে উত্তপ্ত ছিল জগদ্দল, কাঁকিনাড়া। আর এখন ইস্যু এলাকা দখল। এই এলাকা দখলের লড়াইতেই কার্যত প্রাণ গিয়েছে তৃণমূল নেতা অশোক সাউয়ের। এমনটাই দাবি করেছেন তদন্তকারীরা। এরপরেও এই ঘটনায় উঠে এসেছে বেশ কিছু তথ্য। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার হল মূল অভিযুক্ত সুজলকে।
জানা গিয়েছে রবিবার বিকেলে বন্ধু-বান্ধবের সঙ্গে খড়গপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আঠারো বছরের এক কিশোর ভি সাই মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীতে স্নান করতে এসেছিল। সেখানে স্নান করতে এসে জলে তলিয়ে যায় সে। কোনওভাবে স্থানীয়রা তাঁকে চেষ্টা করে উদ্ধার করে। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে এমারজেন্সিতে থাকা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
১৯৯৬ সাল থেকে গত ২৮ বছর ধরে কলকাতার প্রতিটি বইমেলায় স্থান পেয়েছে বাংলাদেশ। আর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সে বছর বাংলাদেশ ছিল কলকাতার ওই বইমেলার থিম কান্ট্রি। তবে, ২৮ বছর পর সম্ভবত এই প্রথমবারের মতো কলকাতা বইমেলা থেকে বাদ পড়ল বাংলাদেশের নাম। এই সিদ্ধান্তে বইপ্রেমীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ দেখা দিয়েছে।
তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এই মনোরম আবহাওয়া থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ছে কবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
শনিবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠক হয়। সেই বৈঠকের পর কোর কমিটির চেয়ারপার্সন হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চাউর হয়। কোর কমিটির সদস্য তথা বিধায়ক বিধায়ক বিকাশ রায়চৌধুরীও সে কথা জানান। তারপরই কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান,'অনুব্রত মণ্ডলকে চেয়ারপার্সন করা হয়নি'।
হাওড়ার ফোরশোর রোডের বিয়েবাড়িতে ভয়াবহ আগুন। দাহ্য পদার্থ থাকায় নিমেষে পুডে খাঁক। রবিবার সন্ধে সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে ভিতরের প্যান্ডেল। আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।