Maheshtala Fire Dead: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বাজি কারখানায় আগুন। ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের।
Kolkata Thunder Storm Rain: কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেল ঝড়-বৃষ্টির দাপট। বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন দফায় দফায় চলবে কালবৈশাখী।
নন্দীগ্রামে (Nandigram) শহিদ তর্পণ কর্মসূচিতে গিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রান্ত শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhakri)। শুভেন্দুর কর্মসূচির অনুমতি প্রথমে দেয়নি পুলিশ। যা নিয়ে তিনি পুলিশকেও নিশানা করেন।
ধর্মঘটের দিন বার্তা দিতেই তিনি শুক্রবার চড়িয়াল সেতুর উদ্বেধন করেছেন বলেও দাবি করেন অভিষেক। জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মীদের কুর্নিশও জানান।
তৃণমূলের বিরুদ্ধে ফের পোস্টার। এবার পোস্টার পড়ল রানিগঞ্জের আমড়াসোতা পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে। এক একটি পোস্টারে এক এক ধরনের মন্তব্য উঠে এসেছে। কোথাও লেখা রয়েছে, অবৈধ সম্পর্ক ছাড়া তৃণমূলে কি কোনও পোস্ট পাওয়া যায় না? কোনোটিতে আবার লেখা, অপা যদি অর্পিতা পার্থ হয় তাহলে সাশুর অর্থ কি? আবার কোনও পোস্টারে লেখা রয়েছে, কোয়াটার বদলির বিনিময়ে টাকা নেওয়া নেতারা কি তৃণমূলের পদ পাওয়ার যোগ্য? গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এই পোস্টার নজরে আসতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। রাতের অন্ধকারে কেউ বা কারা পোস্টারগুলি লাগিয়েছে তানিয়ে ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি শুভজিৎ মন্ডল দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন আসছে তার আগেই কুৎসা রটানোর জন্য এই কাজ করেছে সিপিএম, বিজেপি। তবে শাসক দলের অভিযোগ কার্যত নস্য়াৎ করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলেছে বিরোধীরা।
Murshidabad Explosion Dead: বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর মাঠপাড়া গ্রামের ঘটনা। বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন একজন, গুরুতর জখম হয়েছেন আরও ২।
পড়াশোনা করেও জোটেনি সরকারি চাকরি। তবুও এলাকায় বিনামূল্যে পাঠশালা চালিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে কাঁকসার জঙ্গলমহলের ঈমানী মুর্মু। আন্তর্জাতিক নারী দিবসে হার না মানা আদিবাসী যুবতীকে তাই কুর্নিশ জানাচ্ছেন সকলে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও একজন আদিবাসী নারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নারী। দুই নারী শক্তিকে দেখে রাজ্য কিংবা দেশের নারীরা এগিয়ে যাচ্ছে নিজের গতিতে। রাজ্যের বিভিন্ন জেলায়তেও রয়েছে নারী শক্তির জয়জয়কার। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার জঙ্গলমহলের মোলডাঙা আদিবাসী পাড়া। প্রায় 100 আদিবাসী পরিবারের বসবাস রয়েছে এখানে। আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রাম হলেও এলাকাবাসীরা নিজেদের মতোই সব গুছিয়ে নিয়েছে। অধিকাংশ পরিবারই দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত। এলাকার পড়ুয়াদের পড়ানোর মতো ক্ষমতাও নেই অনেকের। আর সেই পাঠশালার অভাব দূর করেছেন এলাকার শিক্ষিত যুবতী ঈমানী মুর্মু। সে একাধিকবার শিক্ষকের চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন। ছোট থেকে চাকরি করার ইচ্ছে থাকলেও সেই চাকরি আজও অধরা। কিন্তু তার মনের জোর আর অদম্য ইচ্ছেতে ভর করে এগিয়ে যাচ্ছেন প্রতিদিন। কাকসার মলানদিঘি বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছে শিক্ষকের অভাব। সেই অভাব দেখে সেই স্কুলেও সামান্য পারিশ্রমিকে পড়ুয়াদের পড়াচ্ছেন ঈমানী। স্কুল থেকে ফিরে যে সময়টুকু থাকে যেই সময়টুকু এলাকার পড়ুয়াদের বাড়িতে গিয়ে পড়ান তিনি। দিদির পাঠশালায় নিয়মিত হাজির হয় ছোট ছোট পড়ুয়ারাও। আদিবাসী পড়ুয়াদের পথ দেখাতে আদিবাসী যুবতী নারীর এই পাঠশালাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।
গরু পাচার মামলায় অনুব্রতকে গত বছরের অগাস্টে গ্রেফতার করেছিল সিবিআই। একেবারে অনুব্রতর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নভেম্বরে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
দীর্ঘ অপেক্ষায় অবসান। রাজ্যে নতুন জল পথের সূচনা হল দোলে। কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের আর ঘুরপথে শ্রীরামপুরে যেতে হবে না। একেবারে সোজাসুজি হুগলির চাঁপদানি থেকে ইছাপুর-পলতা পর্যন্ত জল পথেই চলে যেতে পারবে পড়ুয়ারা। শুরু হল ভেসল পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে এই পরিষেবার সূচনা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সহ অন্যান্যরা। এই বিষয়ে চাদদানি পৌরসভা পৌর প্রধান সুরেশ মিশ্র জানান, 3দিন ট্রায়াল করা হবে, তারপরে জনসাধারণের জন্যে তা খুলে দেওয়া হবে। এর অনুষ্ঠানে উপস্থিত চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমাতে দেয় না। মানুষ পরিষেবা পাক, যেটি চালু হলে মানুষের অনেক উপকার হবে।
শান্তিনিকেতনে ভিন্ন মেজাজে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দোলের দিন সকালেই বোলপুরে পৌঁছন বিচারপতি গাঙ্গুলি। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপ্যাধায় নামতেই তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এক ব্যক্তি। সূত্র মারফত খবর, শান্তিনিকেতনের বসন্ত উৎসব চাক্ষুস করতে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপ্যাধায়।শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তায় হেঁটে বেড়ান তিনি। শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় রাস্তায় যখন বিচারক পায়ে হেঁটে ঘোরা ফেরা করছেন, তখন বিভিন্ন দিক থেকে স্যার স্যার ডেকে তাঁর দিকে ছুটে যান পর্যটক ও পড়ুয়ারা । বিচারকের কাছে আবদার করে বসেন সেলফি তোলার জন্য। সকলের আবদার মেটান বিচারপতি। চা এর দোকানে বই-এর দোকানে অতি সাধারণ মেজাজে দেখা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, এই মুহূর্তে যে পদে আছেন সেখান মন্তব্য করা ঠিক না। তবে অন্য সময় বলার সুযোগ হলে অবশ্যই বলবেন। শান্তিনিকেতন খুবই ভালো জায়গা। মাঝেই মধ্যেই আসেন তিনি। বিশ্বভারতী বসন্ত উৎসব বন্ধ করছে। কী করা যেতে পারে, এটা ওদের প্রশাসনিক সিদ্ধান্ত ।
'রাজ্য পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বইবে' তোপ বিজেপি নেতা অগ্নিমিত্রা পালের। রাজ্যের পঞ্চায়েত ভোট হোক অথবা বিধানসভা ভোট। সব সময় সন্ত্রাসের অভিযোগে সবর হন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা ও বিধানসভা ভোট হলেও পুরসভা ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়েই। কিন্তু এবার পঞ্চায়েত ভোট যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আসানসোলের একটি কর্মসূচিতে যোগ দিয়ে রীতিমতো ঝাঁজালো আক্রমণ শানালেন রাজ্য সরকারকে। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে অবাধে ভোট হবে। কিন্তু রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে রক্তগঙ্গা বইবে। পঞ্চায়েত ভোটের আগের এমনই মন্তব্য করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিন তিনি বলেন পুলিশ এখন পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো কাজ করছেন। পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে। পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে এর মধ্যেই এবার রাজনৈতিক নেতানেত্রীদের মন্তব্য চড়াচ্ছে রাজনৈতিক পারদ।