scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

Digha : দিঘায় মৎস্যজীবীদের জালে শতাধিক তেলিয়াভোলা, দাম লাখ টাকার উপর!

তেলিয়াভোলা
  • 1/10

দিঘা মোহনায় ফের মৎস্যজীবীদের জালে উঠল তেলিয়াভোলা মাছ। কোটি টাকা মূল্যের এই মাছ পেয়ে স্বভাবতই খুশি মৎস্যজীবীরা।
 

মোহনার
  • 2/10

এদিন প্রায় ১২০টি তেলিয়াভোলার মাছ ওঠে জালে। পরে দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে মাছগুলির নিলাম করা হয়।

সমুদ্রে
  • 3/10

সাধারণত গভীর সমুদ্রে এই মাছে দেখা মেলে।  এর দর কোটি টাকাও ছাড়িয়ে যায়।

Advertisement
জানিয়েছেন
  • 4/10

তবে ১২০টি মাছ আগে কখনও দেখা যায় বলে জানিয়েছেন সেখানকার মৎস্যজীবীরা।

মাছগুলির
  • 5/10

মাছগুলির এক একটির ওজন প্রায় ১৮ কেজির মতো। শেষ পর্যন্ত মাছগুলির মোট দাম কত হয়েছে সেই সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। 

মৎস্যজীবীদের
  • 6/10

তবে এবারই যে প্রথম দিঘায় তেলিয়াভোলা মাছ জালে উঠেছে, এমনটা নয়। এর আগেও দিঘাতে প্রচুর তেলিয়াভোলা মাছ মৎস্যজীবীদের জালে উঠেছে। 

একসঙ্গে
  • 7/10

২০২১ সালে অক্টোবর মাসেও দিঘা মোহনাতে একসঙ্গে ৩৩টি তেলিয়াভোলা মাছ জালে উঠেছিল। 

Advertisement
পড়েছিল
  • 8/10

সেই অক্টোবরেই সুন্দরবনে ৭৫ কেজির বিশাল তেলিয়াভোলা মাছ ধরা পড়েছিল। একটি মাছেরই দাম হয় ৩৬ লাখ টাকা।
 

স্বাভাবিক
  • 9/10

এতোগুলি মাছ এদিন দিঘাতে ধরা পড়ায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।

মানুষ
  • 10/10

এদিন পর্যটক সহ প্রচুর উৎসাহী মানুষ ভিড় করেন। মহামূল্যবান এই মাছগুলিকে একসঙ্গে দেখার জন্য।

Advertisement