scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

"দিদি আমাদের বাঁচান", বলে বাটি হাতে হাওড়ার রাস্তায় শিক্ষকরা, কেন ?

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 1/11

দিদি আমরা বাঁচতে চাই। আমাদের বেতন নেই। আমরা কি করে বাঁচব ? কাতর আর্তি সরকারি স্কুলের অস্থায়ী শিক্ষকদের।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 2/11

শুধু আর্তি হলে তবু কথা ছিল, শিক্ষক দিবসের দিন তাঁরা যা করলেন, তা এক কথায় শিক্ষকদের জন্য, জাতির জন্য লজ্জার। 

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 3/11

বাটি হাতে বাস স্ট্যান্ডে আসতে হল তাঁদের। তাঁরা ভিক্ষা করলেন রাস্তায় দাঁড়িয়ে। কেন ? কারণ তাঁরা সম্পূর্ণ বেতন পাচ্ছেন না।

Advertisement
বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 4/11

পূর্ণ সময়ের শিক্ষকরা যেখানে সম্পূর্ণ পবেতন পাচ্ছেন, তাঁরা অস্থায়ী হওয়ায় তাঁদের বেতন কেটে দেওয়া হচ্ছে। অথচ তাঁরা সরকারি স্কুলেই পড়ান।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 5/11

এখন ভিক্ষাবৃত্তি ছাড়া তাঁদের অন্য় কোনও উপায় নেই বলেই তাঁরা জানান। যদিও তাঁদের নিয়োগ করেছে বেসরকারি সংস্থা।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 6/11

রবিবার সকালে হাওড়া বাসস্ট্যান্ডের ৬ নম্বর সাবওয়ের গেটে এন এস কিউ এফ শিক্ষকরা হাতে থালা-বাটি নিয়ে বিক্ষোভ দেখান।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 7/11

ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে কারিগরি শিক্ষকরা জানিয়েছেন তারা সরকারি নিয়ম মেনে নিয়োগ হলেও বেসরকারি সংস্থার অধীনে কাজ করেন।

Advertisement
বাটি হাতে রাস্তায় শিক্ষকরাবাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 8/11

তাদের মাসিক বেতন অত্যন্ত কম এবং অনিয়মিত। বেসরকারি সংস্থা তাদের ওপর মানসিক অত্যাচার করে এবং চাকরি থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেয়।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 9/11

গোটা রাজ্যে প্রায় পনেরশো এনএসকিউএফ শিক্ষক আছেন এবং প্রায় ২০০ জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছেন।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 10/11

চাকরিতে নিরাপত্তা নেই। বেতন নেই। তার ফলে তাঁদের কাছে বিকল্প হিসেবে অন্য কোনও কাজ জানা না থাকায় ভিক্ষাবৃত্তি কিছু উপায় নেই।

বাটি হাতে রাস্তায় শিক্ষকরা
  • 11/11

তাঁরা তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য এই পথ বেছে নিয়েছেন। তাঁদের আর্তি, দিদি আমাদের বাঁচান।

Advertisement