scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

তারকেশ্বর মন্দির খুলছে বৃহস্পতিবার, যে বিধিগুলি মানতে হবে...

tarakeswar
  • 1/6

রাজ্যে বলতে গেলে কার্যত লকডাউন চলছে। তবে মুখ্যমন্ত্রীর ভাষায়, কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১৫ জুন পর্যন্ত আপাতত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর রাজ্যে দক্ষিণেশ্বর, কালীঘাট-সহ একাধিক মন্দির বন্ধ হয়েছে। তাদের মধ্যে ছিল তারকেশ্বরও। তবে এবার খুলছে ভোলেবাবার ধাম।

tarakeswar
  • 2/6

বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দির। 
 

tarakeswar
  • 3/6

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার থেকে প্রতিদিন মন্দির খোলা থাকবে সকাল ৭ টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
 

Advertisement
tarakeswar
  • 4/6


মন্দিরের এক এবং দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। কোভিড বিধি মেনে চোঙের মাধ্যমে জল ঢালতে হবে ভক্তদের।

tarakeswar
  • 5/6

আগামী দিনে করোনা পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। বৃহস্পতিবার মন্জির খোলার ব্যাপারে বুধবার সকাল থেকে  মাইকিং করে প্রচার করা হয়। 
 

tarakeswar
  • 6/6

গতবছর করোনার প্রথম ওয়েভে ভক্তদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। গত ফেব্রুয়াতিরে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এদিতে মার্চের মাঝামাঝি থেকে রাজ্যে সংক্রমণ বাড়তে থাকে। এরপর  মন্দির চত্বরে করোনা আক্রান্তের হদিশ মেলায় গত ৯ মে থেকে পুরপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল তারকেশ্বর।

Advertisement