scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : দুইবঙ্গে আর কতদিন বৃষ্টি? হাওয়া অফিসের বিস্তারিত রিপোর্ট

প্রতীকী ছবি
  • 1/6

বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবারও শহর কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

প্রতীকী ছবি
  • 2/6

একইসঙ্গে এই অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। শুধু কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলেই নয়, শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর।

প্রতীকী ছবি
  • 3/6

তারমধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, অন্যদিকে বীরভূম, পূর্ব বর্ধমানের মতো জায়গায় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে বলেই জানা গিয়েছে। তবে শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 5/6

এবার যদি দিনের তাপমাত্রার দিকে নজর রাখা যায় তবে দেখা যাবে, শুক্রবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩৫ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

প্রতীকী ছবি
  • 6/6

এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৩.৬ ডিগ্রি ডেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।  
 

Advertisement