scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

সুন্দরবনে জালে 'দৈতাকার মাছ'! দাম শুনলে চমকে উঠবেন

ধরার
  • 1/7

সুন্দরবনের নদী, খাঁড়িতে জাল পেতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি বিশালাকার তেলিয়া ভোলা মাছ। মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। 

সদস্যের
  • 2/7

শুক্রবার গোসাবার সোনাগাঁ থেকে পাঁচ সদস্যের মৎস্যজীবীদের একটি দল বিকাশ বর্মণের নেতৃত্বে গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে জাল পেতে যখন তারা মাছ ধরছিলেন ঠিক তখন এই বিশালাকার মাছটি তাঁদের জালে পড়ে। 

নৌকায়
  • 3/7

সকলে মিলে তড়িঘড়ি মাছটিকে নৌকায় তোলে। শনিবার সন্ধ্যায় মাছটিকে ক্যানিংয়ে মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে এসেছেন মৎস্যজীবীরা।
 

Advertisement
মাছটিকে
  • 4/7

স্থানীয় মৎস্যজীবীদের দাবি, তাঁরা কখনও এতো মাছ দেখেননি। মাছটিকে পরে নিলামে তোলা হবে বলে জানান তিনি। 

আমাদের
  • 5/7

মাঝি জানান, সুন্দরবনের এক খাড়িতে ৪টে জাল লাগানো হয়েছিল। তখনই মাছটি আমাদের নজরে আসে।

অনেকেই
  • 6/7

এতো বিরাট সাইজের মাছ দেখে আশেপাশে থেকে কার্যত ভিড় জমে যায়। অনেকেই কার্যত হতবাক হয়ে যান।
 

জানিয়েছেন
  • 7/7

এর আগেও কখনও এতো বড় আকারের মাছ এই আড়তে আসেনি বলে জানিয়েছেন সকলে। মাছটির নিলামে দাম উঠছে ৩৭ লাখ ৫৩ হাজার ৮১১ টাকা।

Advertisement