scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

PHOTOS : হাঁটুজলে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি দেখলেন মমতা! নিশানায় সেই DVC

আমতায় গিয়ে
  • 1/6

আমতায় গিয়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টির জেরে অধিকাংশ এলাকাই জলমগ্ন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। (ছবি ও তথ্য-হিমাদ্রী ঘোষ)

এদিন বৃষ্টির জলে
  • 2/6

এদিন বৃষ্টির জলে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্লাবনের জন্য ডিভিসির দিকে আঙুল তোলেন তিনি।

মমতা বলেন,
  • 3/6

মমতা বলেন, এটা ডিভিসির জল ছাড়ার জন্য এটা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সেটা জানিয়েছি। ডিভিসি ইচ্ছামতো জল ছাড়ছে। বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয়।

Advertisement
মমতা বলেন,
  • 4/6

মমতা বলেন, যখন চাওয়া হয় তখন এক ফোঁটাও জল দেওয়া হয় না। এটা হচ্ছে জল ছাড়ার বন্যা। এটা বর্ষার বন্যা নয়, এটা হচ্ছে জল ছাড়ার বন্যা। শেষ ২ বছর হয়নি। কারণ আমরা পুরো মনিটারিং করেছি। 

মমতা বলে
  • 5/6

মমতা বলেন, ডিভিসি যতক্ষণ না পর্যন্ত সংস্কার করছে ততদিন আমাদের কারোর সাধ্য নেই এটা রোখার। খানাকুল, গোঘাট, ঘাটাল, আরামবাগ, আমতা বীরভূম ও বর্ধমানের কিছু অংশ ভেসে যাচ্ছে। 
 

মমতা জানান
  • 6/6

মমতা জানান, এই পরিস্থিতিতে আমি মনে করি কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত। প্রশাসনকে বলব জল যখন বাড়ছে, তখন আগে থেকেই মানুষকে উদ্ধার করতে হবে।

Advertisement