Advertisement
পশ্চিমবঙ্গ

Snake : একমাস ধরে রাত হলেই ফোঁস শব্দ! কাঁকিনাড়ায় দরজা খুলতেই...

আওয়াজ
  • 1/8

Snake : এক মাস ধরে ফোঁস ফোঁস আওয়াজ বাড়ি থেকে। ঘরের মধ্যে কে ঘাঁটি গেড়েছে, তা বুঝতে সমস্যা হয়নি কাঁকিনাড়া কাটাডাঙ্গা বটতলা এলাকার বাসিন্দার। শেষ সাপ ধরার দলকে খবর দিলেন তিনি। (প্রতীকী ছবি)
 

চন্দ্রবোড়া
  • 2/8

কাঁকিনাড়া কাটা ডাঙ্গা বটতলা এলাকায় একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল গ্রুপ অফ হিউম্যান এন্ড ওয়াইল্ড কেয়ার নামে শ্যামনগরের স্নেক রেসকিউ টিম। 
 

এলাকায়
  • 3/8

বেশ কিছুদিন ধরেই কাটা ডাঙ্গা বটতলা এলাকায় প্রায় সাড়ে ৪ ফুট লম্বা একটি চন্দ্রবোড়া সাপ ঘোরাঘুরি করতে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
 

Advertisement
এখানে
  • 4/8

স্থানীয়দের দাবি, প্রায় মাসখানেক ধরে সাপটি এখানে ছিল। আতঙ্কে ছিলেন সকলে। শেষে ওই রেসকিউ টিমকে খবর দেন তাঁরা।

কিছুক্ষণের
  • 5/8

বৃহস্পতিবার বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটি উদ্ধার করা হয়। পরে নির্জন স্থানে ছেড়ে দেওয়া হয়। 

বিভিন্ন
  • 6/8

চন্দ্রবোড়া খুবই বিষাক্ত প্রজাতির একটি সাপ। এর কামড়ে রক্ত জমাট-সহ বিভিন্ন সমস্যা এমনকী মৃত্যু হতে পারে। (প্রতীকী ছবি)

জায়গায়
  • 7/8

এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন জায়গায় একাধিক গৃহস্থের বাড়ি থেকে চন্দ্রোবোড়া সাপ উদ্ধার হয়েছে।
 

Advertisement
দীর্ঘদিন
  • 8/8

জানা গিয়েছে, এই সাপটি দীর্ঘদিন ধরে ওই ঘরটাতে ছিল। তবে ওই ঘরে আর কোনও সাপ রয়েছে কিনা তা নিয়ে তল্লাশি চলছে। 

Advertisement