এই আবহে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে পরিষ্কার আকাশ থাকবে। শুষ্ক আবহাওয়ার কারণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রার তেমন ভাবে কোন রকম বড় পরিবর্তন হবে না। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম।