স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে ধরা পড়ে ১১৪ পিস তেলিয়াভোলা মাছ।
পাশাপাশি নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলিয়াভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ঔষধ তৈরী হয়। তাই মাছের বাজারমূল্য অনেকটা বেশি।