scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

PHOTOS: লোকজন নেই, খাঁ খাঁ চারদিক; এত বর্ষাতেও যেন 'রুক্ষ' শান্তিনিকেতন

শান্তিনিকেতন
  • 1/8

বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। কিন্তু করোনা আবহে গত ২ বছর ধরে সেখানে জনসমাগম নেই। বর্ষাতেও পর্যটকরা শান্তিনিকেতনের প্রকৃতিকে দেখতে আসেন। কিন্তু, এবার ছবিটা আলাদা। অনবরত বৃষ্টি পড়ছে, কিন্তু মানুষের অভাবে শান্তিনিকেতনের প্রকৃতি যেন 'রুক্ষ'।

শান্তিনিকেতন
  • 2/8

বর্ষাকালের শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হল কোপাই নদী। এবছর কোপাই যেন একা একাই সময় কাটাচ্ছে। 

শান্তিনিকেতন
  • 3/8

বৃষ্টিভেজা গৌড় প্রাঙ্গন, পড়ুয়াদের উচ্ছ্বাস, বর্ষাকালে এসব শান্তিনিকেতনের চেনা ছবি। তবে এবার তা উধাও। 

Advertisement
শান্তিনিকেতন
  • 4/8

বন্ধ বিশ্ববিদ্যালয় ও স্কুল। ফলে কার্যত খাঁ খাঁ করছে বিশ্বভারতী প্রাঙ্গন। 
 

শান্তিনিকেতন
  • 5/8

প্রায় ১৫০টি লজ, হোটেল, রিসর্ট রয়েছে শান্তিনিকেতনে।  কিন্তু, পর্যটকের অভাবে সেই ব্যবসা বন্ধ। 

শান্তিনিকেতন
  • 6/8

অনেক হোটেল কর্মী ইতিমধ্যেই কাজ হারিয়েছেন। এখন তো মালিকদের একাংশও হোটেল বিক্রি করে দিতে চাইছেন। তাঁরা জানাচ্ছেন, শান্তিনিকেতনের এমন নীরব রূপ তাঁরা আগে দেখেননি। 

শান্তিনিকেতন
  • 7/8

এমনিতেই করোনার কারণে পৌষমেলা, বসন্ত উৎসব, সোনাঝুড়ি হাট বসা বন্ধ হয়েছে সেখানে। ফলে কার্যত ফাঁকা গোটা এলাকা। 

Advertisement
শান্তিনিকেতন
  • 8/8

আবার সেই চেনা ভিড়, চেনা ছন্দে কবে ফিরবে শান্তিনিকেতন। এই উত্তরের দিকেই তাকিয়ে পর্যটকরা। 

Advertisement