scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

সাপ ধরার নেশাই কাল হল মালদার যুবকের! বিষধরের এক ছোবলেই...

সর্প
  • 1/8

সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক সর্প প্রেমীর। এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলাই ডাক পড়তো বঙ্কিম স্বর্ণকারের। বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়।

সেখানে
  • 2/8

অন্যান্য দিনের মতো মঙ্গলবার পুখুরিয়া এলাকায় বিষধর সাপ ধরতে যায় বঙ্কিম। জানা গিয়েছে সেখানে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। 
 

মেডিকেল
  • 3/8

তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় তাঁর।

Advertisement
বিষধর
  • 4/8

শোভানগর, মিল্কি, পুখুরিয়া, আড়াই ডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই ফোন যেত বঙ্কিমের কাছে। 

প্রশিক্ষণ
  • 5/8

ফোন পেয়ে হাতে স্টিক নিয়ে সাপ ধরতে ঘটনাস্থলে পৌঁছে যেত বঙ্কিম। তবে সাপ ধরার জন্য তার কোনো প্রশিক্ষণ ছিল কিনা তা বলতে পারেননি কেউ।

তেমনটাই
  • 6/8

বিষধর সাপ ধরে সে গভীর জঙ্গলে ছেড়ে দিত বলে জানা গিয়েছে। এদিনও তেমনটাই করতে গিয়েছিল।
 

ইতিমধ্যে
  • 7/8

কিন্তু দুর্ঘটনাবশত সেই সাপটি আচমকা ছোবল মারে তাঁকে। ইতিমধ্যে একটি ভিডিও সামনে এসেছে। 
 

Advertisement
শোভানগর
  • 8/8

সাপের কামড়ে ওই যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোভানগর এলাকায়।

Advertisement