scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

সাগরে হঠাত্‍ টর্নেডো! ২ মিনিটে লণ্ডভণ্ড কপিল মুনির মন্দির চত্বর

মাত্র ২ মিনিটের
  • 1/8

মাত্র ২ মিনিটের মিনি টর্নেডোর দাপটে সাগরের কপিল মুনির মন্দির চত্বর তছনছ হয়ে গেল সোমবার সকালে। মিনিট দুয়েকের এই ঝড়ে তছনছ হয়ে যায় সরকারি বেশ কয়েকটি কটেজ এবং স্থানীয়দের কিছু অস্থায়ী দোকান। অল্পের জন্য রক্ষা পায় কপিল মুনির মন্দির।
 

ঘটনার জেরে
  • 2/8

ঘটনার জেরে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সাগরদ্বীপ এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। 

পঞ্চায়েত
  • 3/8

পঞ্চায়েত সমিতির সভাপতি ও সাগর ব্লকের বিডিও সুদীপ্ত মন্ডল এলাকা পরিদর্শন করেন। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই বলেই জানিয়েছেন বিডিও।  

Advertisement
স্থানীয় এবং
  • 4/8

স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে টানা বৃষ্টির জেরে সাগর দ্বীপের বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। সোমবারও সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়। 

এর মধ্যেই
  • 5/8

এর মধ্যেই সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সাগরের কপিল মুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার ২ নম্বর রাস্তায় আচমকা টর্নেডো দেখতে পান স্থানীয়রা। 

ভয়ে দৌঁড়ে
  • 6/8

ভয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। আনুমানিক ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডো। রাস্তার ধারে পঞ্চায়েত সমিতির কটেজের মধ্যেও দাপিয়ে বেড়ায় টর্নেডো। 

স্থানীয়রা
  • 7/8

স্থানীয়রা জানিয়েছেন, মাত্র দু’মিনিট স্থায়ী হয়েছিল এই ঝড়। কিন্তু এর প্রভাবে পঞ্চায়েত সমিতির সাগর কটেজ পুরো তছনছ হয়ে গিয়েছে। অস্থায়ী চারটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

Advertisement
এর আগেও
  • 8/8

এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন টর্নেডোর দেখা মিলেছিল। এই ঝড় খুব বেশিক্ষণ হয় না। কিন্তু প্রবল শক্তিশালী হয়।

Advertisement