scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, আগামিকালও ভারী বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস

প্রতীকী ছবি
  • 1/7

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (south Bengal) চলছে বৃষ্টি। আগামিকাল মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতার ওপর দিয়ে দক্ষিণপূর্ব দিক হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে চলছে এই বৃষ্টি।

প্রতীকী ছবি
  • 3/7

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে কলকাতা (kolkata), হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়ায়। পাশাপাশি দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু-একটি জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

তবে আগামিকাল (Tuesday) থেকে কলকাতা সহ পূর্বদিকের জেলাগুলিতে বৃষ্টি কমবে। যদিও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামিকালও ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 5/7

হাওয়া অফিস জনাচ্ছে, লাগাতার বৃষ্টিতে বাড়তে পারে নদীর জলস্তর। সেক্ষেত্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

প্রতীকী ছবি
  • 6/7

তাছাড়া লাগাতার বৃষ্টিতে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার এবং মাঠের ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত ইতিমধ্যে শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলার বেশকিছু জায়গায় জল জমেও গিয়েছে। 

প্রতীকী ছবি
  • 7/7

অন্যদিকে বজ্রপাতের সময় মানুষকে বাড়ির মধ্যে থাকা এবং দুর্যোগ পরিস্থিতিতে পুরনো তথা ভগ্নপ্রায় বাড়ির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে।

Advertisement