পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাইকেল চালিয়ে প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন তৃণমূল কর্মীদের নিয়ে সাইকেল মিছিল করেন তিনি।
রতনপুর থেকে সাইকেল চালিয়ে এই প্রতিবাদ মিছিল শুরু করেন রাজ্যের মন্ত্রী। এই প্রতিবাদ মিছিলে সামিল হতে পারেন হাওড়ার তৃণমূল কংগ্রেসের সংগঠনের নেতারাও।
সাইকেল মিছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। সাইকেলের মধ্যেই প্ল্যাকার্ড লাগিয়ে চলে এই প্রতিবাদ মিছিল।
এই প্রতিবাদ সাইকেল মিছিল বিষয়ে রাজ্যের শ্রমদফতরের এর মন্ত্রী বেচারাম মান্না জানান, পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। রান্না গ্যাসের দাম ও সাধারণ মানুষের নাগালের বাইরে।
সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্র সরকার নাকে তেল দিয়ে শুধু বাংলা বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। রান্নার গ্যাস থেকে শুরু করে যাবতীয় জরুরী জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়লে ট্রান্সপোর্টের খরচও বেড়েছে। যার ফলে জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে।