scorecardresearch
 

বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে, উলুবেড়িয়ায় চাঞ্চল্য

বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের পর অবশ্য কোনও রকম গ্লানি দেখা যায়নি ছেলের মধ্যে, এমনকী পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি ছেলেটি। বরং খুন করে কুড়ুল নিয়ে গিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত ছেলে।

Advertisement
বাবাকে কুপিয়ে খুন ছেলের বাবাকে কুপিয়ে খুন ছেলের
হাইলাইটস
  • বাবাকে কুপিয়ে খুন
  • মায়ের দাবি কিছু জানেন না
  • মদ্যপ হওয়াই কাল হল

বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের পর অবশ্য কোনও রকম গ্লানি দেখা যায়নি ছেলের মধ্যে, এমনকী পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি ছেলেটি। বরং খুন করে কুড়ুল নিয়ে গিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত ছেলে।

নেশাগ্রস্ত বাবা-ছেলের দাপটে মা থাকতেন পাশের বাড়ি

ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ার উদয়নারায়ণপুর থানার গজা সাঁতরা পাড়ায়। জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় সাঁতরা (৪৮) চাষবাসের কাজ করতেন। ছেলে উদয় সাঁতরা (২৮) মাঝে মাঝে কাজ করলেও বেশিরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত বলে এলাকাবাসীর দাবি। আবার বাবা মৃত্যুঞ্জয়‌ও নেশাগ্রস্ত থাকতো বলে জানা গিয়েছে। বাবা-ছেলেকে নিয়ে নাজেহাল মৃত্যুঞ্জয়ের স্ত্রী, সেই কারণে পাশের বাড়িতে থাকতেন। নেশা করে স্ত্রীকে মারধরও করতো মৃত্যুঞ্জয় বলে দাবি তাঁদের।

কি নিয়ে গোলমাল কেউ জানে না

গতকাল রাত ৮ টা নাগাদ বাবা-ছেলে দুজনই নেশাগ্রস্ত অবস্থায় বচসায় জড়িয়ে পরে। কি নিয়ে সঠিক গোলমাল তা কেউ জানে না। আসলে তাঁদের মধ্যে কোনও বিষয় থাকতো না বলে অভিযোগ। নেশার ঘোরে গালিগালাজ, সেই থেকে গোলমাল ছিল নিত্য দিনের ঘটনা। তেমনই বিবাদে জড়িয়ে পড়ে দুজন। 

কুড়ুল দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপ ছেলের

উত্তেজনার বশে উদয় ঘরে থাকা কুড়ুল দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে, কুড়ুল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। নেশাগ্রস্ত হ‌ওয়ার কারণে মাঝে মাঝেই তাদের মধ্যে ঝামেলা হতো। সে কারণে এই খুনের ঘটনা বলে জানিয়েছেন এলাকার লোকজন। উদয় নারায়ণপুরের থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Advertisement