সাহায্য করছে না পঞ্চায়েত! পুরুলিয়ায় উলঙ্গ হয়ে প্রতিবাদ প্রৌঢ়ের

পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নজিরবিহীন কাণ্ড ঘটালেন এই ব্যক্তি। পঞ্চায়েত অফিসের সামনেই পোশাক খুলে নগ্ন হয়ে যান ওই ব্যক্তি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরা হতেই আলোড়ল পড়ে গিয়েছে এলাকায়। ওই ব্যক্তির দাবি, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ বাড়িতে পরিবার নিয়ে তাকে বাস করতে হয়।

Advertisement
সাহায্য করছে না পঞ্চায়েত! পুরুলিয়ায় উলঙ্গ হয়ে প্রতিবাদ প্রৌঢ়েরপঞ্চায়েতের সামনে বিক্ষোভ
হাইলাইটস
  • সাহায্য করছে না পঞ্চায়েত
  • পুরুলিয়ায় উলঙ্গ হয়ে প্রতিবাদ প্রৌঢ়ের
  • ভাইরাল হল ভিডিও

পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নজিরবিহীন কাণ্ড ঘটালেন এই ব্যক্তি। পঞ্চায়েত অফিসের সামনেই পোশাক খুলে নগ্ন হয়ে যান ওই ব্যক্তি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরা হতেই আলোড়ল পড়ে গিয়েছে এলাকায়। ওই ব্যক্তির দাবি, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ বাড়িতে পরিবার নিয়ে তাকে বাস করতে হয়। আবাস যোজনায় বাড়ি বানিয়ে দেওয়ার জন্য একাধিকবর পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কোনও সুরাহা হয়নি। ঝড়বৃষ্টির মধ্যেও এভাবে দিন কাটাতে হয় তাকে। শেষ কোনও উপায় না পেয়ে এভাবে প্রতিবাদ করেছেন বলে দাবি ওই ব্যক্তির।

পুরুলিয়া জেলার বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তোলপাড় পড়ে গিয়েছে জেলায় । নড়েচড়ে বসেছে ওই পঞ্চায়েত। পুরুলিয়া জেলার বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের বেগুনকোদর গ্রামের পঞ্চাশ উর্ধ বাসিন্দা ছোটবাবু রাজোয়াড়। বর্তমানে এক মেয়ে, দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস । দিন আনা দিন খাওয়া পরিবার। প্রায় ভগ্ন অবস্থায় থাকা একটি মাত্র কাঁচা বাড়িতে কোনরকমে মাথা গুঁজে দিন কাটান তারা। অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বার বার সাহায্যের জন্য আবেদন জানানোর পরেও বাংলা আবাস যোজনার বাড়ির পাওয়া তো দূরের কথা, মাথা বাঁচাতে মেলেনি একটি ত্রিপলও । বাধ্য হয়ে খড়ের ছাউনি দেওয়া কাঁচা বাড়িতেই থাকতে হচ্ছে গোটা পরিবারকে । কেটে হয়েছে ইয়াশ, কেটে গিয়েছে কত ঝড়বৃষ্টি, তবুও এভাবেই অর্ধ ছাউনি দেওয়া কাঁচা বাড়ির মধ্যে ভিজে দিন কাটাচ্ছেন তারা । তবুও এই দুরবস্থা দেখার কেউ নেই বলে অভিযোগ ওই ব্যক্তির । তাই একেবারে পঞ্চায়েতের বাইরে উলঙ্গ হয়ে প্রতিবাদ ছোটবাবু রাজোয়াড়ের। 

১১ আসন বিশিষ্ঠ ওই বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ২, সিপিএম ৩, বিজেপি ৪, ফব ১ এবং তৃণমূল ১ টি আসন পেয়েছে । বর্তমানে জোটের পক্ষ থেকে প্রধানের আসনে রয়েছেন সিপিএমের শনিচরণ সিং মুড়া । উলঙ্গ ব্যক্তির প্রতি বাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে প্রধান জানান, "ওই ব্যক্তির যা সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে দ্রুত যা সাহায্য প্রয়োজন ব্যবস্থা করা হবে।"

Advertisement

POST A COMMENT
Advertisement