scorecardresearch
 

টুসুর মূর্তিই প্রধান আকর্ষণ, তাও পোরকুলের মেলায় কমছে ভিড়

আর মাত্র কয়েকদিন, তারপরেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি (Makar Sankranti 2021)। আর মকর সংক্রান্তি মানেই পুণ্যস্নান ও পিঠেপুলি। তবে পিঠেপুলির বাইরেও মকরের একটা বৃহত্তর পটভূমি রয়েছে। বছরের বিশেষ এই দিন উপলক্ষ্যে গঙ্গাসাগর বা জয়দেবের মেলায় যেমন ভিড় জমান সাধু সন্ত বাউলেরা, তেমনই এই দিনেই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠেন বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) ও সংলগ্ন এলাকার মানুষ। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তাঁরা। টুসু বা মকর উপলক্ষ্যে এলাকায় একাধিক মেলাও বসে। যার অন্যতম পোরকুলের মেলা (Porkul Mela)। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পোরকুলের মেলার প্রধান আকর্ষণ টুসু মূর্তি
  • দিন দিন ভিড় কমছে মেলায়
  • ভিড় বাড়ছে মুকুটমণিপুরের মেলায়


আর মাত্র কয়েকদিন, তারপরেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি (Makar Sankranti 2021)। আর মকর সংক্রান্তি মানেই পুণ্যস্নান ও পিঠেপুলি। তবে পিঠেপুলির বাইরেও মকরের একটা বৃহত্তর পটভূমি রয়েছে। বছরের বিশেষ এই দিন উপলক্ষ্যে গঙ্গাসাগর বা জয়দেবের মেলায় যেমন ভিড় জমান সাধু সন্ত বাউলেরা, তেমনই এই দিনেই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠেন বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) ও সংলগ্ন এলাকার মানুষ। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তাঁরা। টুসু বা মকর উপলক্ষ্যে এলাকায় একাধিক মেলাও বসে। যার অন্যতম পোরকুলের মেলা (Porkul Mela)। 

বাঁকুড়া জেলার খাতড়ায় কংসাবতী নদীর তীরে বসে এই মেলা। লোকমুখে শোনা যায় মেলার বয়স নাকি ৫০০ বছরেরও বেশি। একসময় অনেক বড় এলাকা নিয়ে মেলা বসত। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেলার আয়তন কমেছে। মেলার অন্যতম আকর্ষণ টুসুর মূর্তি। এখানে একটা কথা বলতে হয়, টুসু মূলত নিরাকার। মাটির সরায় টুসুর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তবে পোরকুলের মেলার বৈশিষ্ঠ টুসুর মূর্তি। বিভিন্ন গ্রাম থেকে সেই মূর্তি নিয়ে মেলায় আসেন মানুষ। সঙ্গে বাজে কাড়া - নাকাড়া, ধামসা, মাদল। এছাড়া মেলায় পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মাটির পুতুল। যাকে বলে মেলা ঘিরে একেবারে হৈ হৈ ব্যাপার, রৈ রৈ কাণ্ড পড়ে যায়। কিন্তু এখন দিন যত যাচ্ছে ততই কমছে মানুষের ভিড়। পরিবর্তে মানুষের ভিড় বাড়ছে মুকুটমণিপুরের মেলায়। এই প্রসঙ্গে স্থানীয় এক সাধক জগন্নাথ দাস বৈরাগ্য জানান, আগে এই মেলা খুবই বিখ্যাত ছিল, কিন্তু মুকুটমণিপুরের মেলা শুরু হওয়ার পরে মানুষের ভিড় ভাগ হয়ে গেছে।

এদিকে এবার আবার করোনা আবহ। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই বছরও বসবে মেলা। সূত্রের খবর যাবতীয় কোভিড বিধি মেনেই মেলার আয়োজন করবার প্রস্তুতি নিচ্ছে কমিটি। এখন দেখার দিন দিন জনপ্রিয়তা হারাতে বসা এই মেলায় এবার কতটা ভিড় হয়।  

Advertisement

 

 

Advertisement