Advertisement

VIDEO: বন্যার কবল থেকে ১০১ বছরের বৃদ্ধাকে উদ্ধার সেনার

বড়োসড়ো বন্যা পরিস্থিতি হুগলি (Hooghly)-র খানাকুল (Khanakul)-এ। সেনাবাহিনী (Army) এবং এনডিআরএফ (NDRF) এর তরফে সকাল থেকেই জোরকদমে চলছে উদ্ধারকার্য (Rescue Work)। এদিন সেনাবাহিনীর হেলিকপ্টারে করে খানাকুল বন্দরের ধন্যঘড়ি সমন্ত পাড়া  এলাকা থেকে উদ্ধার করা হল বন্যার জলে আটকে থাকা ১০১ বছরের এক বৃদ্ধা মহিলা সহ তার পরিবারের বাকি ৭ জন সদস্যকে।

Advertisement