আরও শক্তি হারিয়েছে জওয়াদ, নিম্নচাপ হিসেবে ঢুকতে পারে বাংলায়। দুর্বল হলেও নিম্নচাপে পরিণত হওয়া 'জওয়াদ' রবিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টির কারণ হতে পারে পশ্চিমবঙ্গে। এদিকে জওয়াদ উপকূলে প্রবেশ না করলেও দিঘার সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে রবিবার সকাল থেকে। উত্তাল পুরীর সমুদ্রও। আবহাওয়া অফিসের দেওয়া শেষ তথ্য বলছে পরের ১২ ঘন্টায় 'জওয়াদ' আরও দুর্বল হওয়ার ফলে কেবল একটি নিম্নচাপে পরিণত হবে ওড়িশা এবং বাংলার উপকূলবর্তী এলাকায়। ফলে ঝড়ো হাওয়া না বইলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার সকাল থেকেই মুখভার আকাশেরও।
Big waves seen on Digha sea beach due to Cyclone Jawad