scorecardresearch
 
Advertisement

Sealdah Digha Train: পুজোর মুখেই সম্ভবত শিয়ালদা থেকে দিঘার ট্রেন, জানুন বিস্তারিত

Sealdah Digha Train: পুজোর মুখেই সম্ভবত শিয়ালদা থেকে দিঘার ট্রেন, জানুন বিস্তারিত

পুজোর মধ্যেই আসতে চলেছে বড়সড় সুখবর। খুব সম্ভবত অতি দ্রুত শিয়ালদহ শাখায় দিঘাগামী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। তবে রেলের তরফ থেকে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। বেশ কিছু মিডিয়া রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে যে, পুজোর মধ্যে সম্ভবত ১লা অক্টোবর শুরু হতে চলেছে শিয়ালদহ - দিঘার রেল পরিষেবা। এই পরিষেবা বাস্তবায়ন হলে বিরাট উপকূত হবেন উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিরাট অংশের মানুষ।

sealdah digha train service may be started, know detais

Advertisement