Advertisement

Anubrata Mandal : হাসপাতালের নাম করে কতদিন পালাবেন, অনুব্রতকে কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর

অনুব্রত মণ্ডল সিবিআই এর কাছে গেলে সিবিআই তাকে জমা করে নেবে। কতদিন আর হাসপাতালের নাম করে পালিয়ে বেড়াবে অনুব্রত মণ্ডল। দুর্গাপুরে এসে অনুব্রত মণ্ডল সম্পর্কে এমন কথা বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন অনুব্রত মণ্ডল সিবিআই এর ডাকে না গিয়ে ভালো করেছেন। কারণ তিনি সেখানে গেলে সিবিআই তাকে জমা করে নিতো। হাসপাতালে বাহানা দিয়ে তিনি আর কতদিন পালিয়ে বেড়াবেন। সিবিআই এর হাতে পড়লে এমস হাসপাতাল এ গিয়ে তার চিকিৎসা করিয়ে দেখা হোক তার শরীরে কি সমস্যা আছে। তার ধারণা সিবিআই আগামী দিনে এটাই করবে। কারণ হাসপাতালের নাম করে কেউ দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াতে পারে না।

How long will Anubrat escape from CBI says Sayantan Basu

Advertisement