scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weathr Snowfall: ফের তুষারপাত পাহাড়ে, কয়েক ইঞ্চি পুরু বরফে ঢাকল সান্দাকফু

সান্দাকফুতে তুষারপাত
  • 1/8

সমতলে কালবৈশাখী, পাহাড়ে তুষারপাত, বসন্তের শেষবেলায় প্রকৃতি ঝুলি উপুড় করে দিল উত্তরবঙ্গকে। এমনিতে এই সময় খুব বেশি পর্যটক নেই। তবে যাঁরা আছেন, তাঁরা দুহাতে আঁকড়ে ধরলেন এই অভিজ্ঞতা।

সান্দাকফুতে তুষারপাত
  • 2/8

মরশুমের শেষ বেলায় ফের তুষারপাত সান্দাকফুতে। রবিবার সকাল থেকেই সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত। বিকেল পর্যন্ত তা চলেছে। সম্ভবত সোমবারও চলতে পারে। 

সান্দাকফুতে তুষারপাত
  • 3/8

বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে দার্জিলিংয়ের বিখ্যাত সিঙ্গালিলাল জাতীয় উদ্যান। তুষারপাতে স্থানীয় জনজীবন ব্যাহত হলেও দারুণ খুশি পর্যটকরা।

Advertisement
সান্দাকফুতে তুষারপাত
  • 4/8

এদিকে পাহাড় লাগোয়া সমতলে ঝড় বৃষ্টি হয়েছে বহু জায়গায়। তারপর থেকেই হুহু করে নেমেছে তাপমাত্রা। তবে তাপমাত্রার চেয়েও বেশি ঝড়ো ও জলো হাওয়ায় ঠান্ডা পড়েছে কয়েকগুণ।

 

সান্দাকফুতে তুষারপাত
  • 5/8

আবহাওয়ার দফতরের ধারণা মরশুমের এটিই শেষ তুষারপাত। এই কালবৈশাখী কেটে গেলে এবারের মতো আর তুষারপাত হওয়ার সম্ভাবনা কম। এরপরই ধীরে ধীরে গরম পড়তে শুরু করবে উত্তরবঙ্গে।

সান্দাকফুতে তুষারপাত
  • 6/8

গোটা শীতকাল তুষারপাতের জন্য হা-পিত্যেশ করে বসেছিলেন পর্যটকরা। পর্যটনের ভরা মরশুমে আশা জাগিয়েও তুষারপত হয়নি। অবশেষে সেই তুষারপাত হল মার্চের শেষের দিকে। বাংলায় চৈত্র মাসে।  

সান্দাকফুতে তুষারপাত
  • 7/8

এর আগে  সিকিমের উত্তর অংশে তুষারপাত শুরু হয় তিন-চারদিন আগে থেকে। এবার এ রাজ্য়েও দার্জিলিংয়ের সান্দাকফুতে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। 
 

Advertisement
সান্দাকফুতে তুষারপাত
  • 8/8

শনিবার রাত থেকেই শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। তার মধ্যেই মেঘের চোখ রাঙানো৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। শিলিগুড়ি ও লাগোয় এলাকায় ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ।

Advertisement