বুধবারই এক দফা ঝড় ও শিলাবৃষ্টি হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। তারপরই গত কয়েকদিনের গুমোট ভাব উধাও হয়ে ফের একটা কনকনে ভাব চলে এসেছে বাতাসে। ফলে স্বস্তির হাওয়া চারিদিকে। অন্যদিকে দক্ষিণে কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে ব্যাপক ঝড়-বৃষ্টি।
তবে এতেই শেষ নয়, নতুন করে আরও এক দফা কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের কিছু জায়গায়। বৃষ্টি হতে পারে পাহাড়ের দুই জেলাতেও।
লাগাতার ঝড়-বৃষ্টি হতে পারে এই আশঙ্কায় আগামী ৩ দিন অর্থাৎ শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূলত পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা গত কয়েকদিন ধরেই সক্রিয় রয়েছে। তার মধ্যে বিপরীতধর্মী দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত আগামী কয়েক দিন পরিস্থিতি তেমন বদল ঘটবে না, বরং দিনের তাপমাত্রা অনেকটা কমবে বলে তাঁর দাবি।
অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় রাত ১১ টার মধ্যে ধেয়ে আসছে ব্যাপক ঝড়বৃষ্টি বলে আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। এমনকী ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় আসতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে কালবৈশাখী আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস বলা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি এলাকায় এই ঝড় বইতে পারে। উত্তরের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা। দক্ষিণের ৫ জেলার বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
বৃষ্টির পর থেকেই তাপমাত্রার আচমকা কয়েক ডিগ্রি নেমেছে। তুষারপাত হয়েছে সান্দাকফু এবং সংলগ্ন এলাকায়, যা অব্যাহত ছিল বেশটা কিছু সময় ধরে। ভারী ধরণের তুষারপাত হয়েছে ছাঙ্গু লেক-সহ সিকিমের বেশ কয়েকটি এলাকায়। বৃহস্পতিবার নতুন করে তুষারপাত না হলেও সাবধান করা হয়েছে পর্যটকদের।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ মার্চ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১৮ ও ১৯ মার্চ থেকে এর প্রকোপ কমবে। ১৭ মার্চ একাধিক জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।