
১. বাগডোগরা বিমানবন্দরের বাইরে শুক্রবার সকাল থেকেই মানুষের ভিড়। হাতে ফুল, ব্যানার, আর মুখে একটাই নাম, রিচা ঘোষ।

২. ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা কন্যা আজ নিজের শহর শিলিগুড়িতে ফিরলেন বিশ্বজয়ের পর।

৩. বিমানবন্দরের দরজা দিয়ে বেরোতেই করতালি, ঢাকঢোল আর উল্লাসে ভেসে গেল চারদিক।

৪. ঘরে ফিরল প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার, এই গর্বে গর্বিত গোটা উত্তরবঙ্গ।

৫. উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারসহ পুরনিগমের একাধিক কর্তা।

৬. মেয়েকে ঘরে ফেরাতে শহর যেন সাজিয়েছে উৎসবের সাজে। ব্যানারে ব্যানারে ভরে গেছে রাস্তা।

৭. রিচা বিমানবন্দর থেকে বেরিয়ে হুডখোলা গাড়িতে করে রওনা দিলেন নিজের বাড়ির পথে।

৮. রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে জানালেন শুভেচ্ছা। অনেকেই চোখে জল নিয়ে বললেন, “আমাদের মেয়ের জন্য গর্ব!”

৯. অন্যদিকে, রিচার মা শম্পা ঘোষ সকাল থেকেই ব্যস্ত। মেয়ের জন্য তৈরি হচ্ছে বিশেষ খাবার। আগে পরিকল্পনা ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানানোর। কিন্তু রিচার দাবি, ডায়েট ফুড। সাধারণ ডাল-ভাত, শাক-সবজি আর পনির। শম্পা দেবী হাসতে হাসতে বললেন, “মেয়ে বলল, আজ ঘরের স্বাদে খেতে চায়।”

১০. বিকেলে শিলিগুড়ি পুরনিগম আয়োজন করছে নাগরিক সংবর্ধনা। জায়গা বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চ।

১১. পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৯টি সংগঠন একসঙ্গে রিচাকে সংবর্ধনা জানাবে।

১২. সংবর্ধনার জন্য প্রস্তুত শহর। পোস্টার, কাটআউট আর রিচার ছবিতে ভরে উঠেছে মঞ্চ এলাকা।

১৩. শুধু শহরবাসী নয়, আশপাশের এলাকা থেকেও মানুষ আসছেন রিচাকে এক ঝলক দেখার আশায়।

১৪. এদিকে সিএবি-ও রিচাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কলকাতায় হবে সেই অনুষ্ঠান।

১৫. সেখানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। জানা গিয়েছে, রিচাকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেই উপহারে থাকবে সৌরভ ও ঝুলনের সইও।

১৬. বিশ্বকাপে রিচার ব্যাট থেকেই এসেছে সর্বাধিক ১২টি ছক্কা। সেমিফাইনাল ও ফাইনালে তাঁর ঝোড়ো ইনিংসেই ভারতের জয় নিশ্চিত হয়।

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ভারতীয় দলের মেয়েরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। রিচার হাতে আজ শুধু ব্যাট নয়, গোটা বাংলার গর্বও।