scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Valentines Week 2023 Siliguri Rose Price Photos: শিলিগুড়িতে অগ্নিমূল্য গোলাপ, লালকে টেক্কা সবুজ-নীল-সাদারও

নীল-সাদা গোলাপ
  • 1/15

ভ্যালেন্টাইনস ডে দোরগোড়ায়। ইতিমধ্যেই শিলিগুড়ির বাজার ছেয়েছে গোলাপে। রোজ ডে থেকে শুরু হয়েছে যে ব্যবসা, প্রোপোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে থেকে ভ্যালেন্টাইনস ডেতেও বাজার তুঙ্গে।

নীল-সাদা গোলাপ
  • 2/15

শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বাজারে এবার লালের পাশাপাশি চাহিদা তুঙ্গে বিভিন্ন রংয়ের গোলাপেরও। প্রতিদিনই কলেজ-স্কুল-শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে নানা রংয়ের পোশাকে নানা রংয়ের গোলাপ হাতে ছাত্র-ছাত্রী থেকে যুবক-যুবতীদের দেখা যাচ্ছে।

নীল-সাদা গোলাপ
  • 3/15

এ বছর রোজ ডে আর ভ্যালেন্টাইন ডের দিন নিজের প্রিয় মানুষের হাতে তুলে দিতে পারবেন নীল গোলাপ এবং সবুজ গোলাপ। তবে বিক্রেরারা জানাচ্ছেন চাহিদা বেশি রয়েছে নীল-সাদা গোলাপেরও।

Advertisement
নীল-সাদা গোলাপ
  • 4/15

তবে তার পিছনে কী কারণ রয়েছে, তা অবশ্য জানেন না তাঁরা। এক বিক্রেতা জানান, আসলে নানা রকম ট্রেন্ড আসে। এটাও হয়তো সেরকম। লাল গোলাপ তো সবাই চেনে। অন্য রংয়ের গোলাপ দেখতে বেশ ভাল। তাই হয়তো।

নীল-সাদা গোলাপ
  • 5/15

Valentine Week-এর প্রতিটি দিনই নিজের ভ্যালেনটাইনকে কিংবা প্রিয় মানুষকে ভাল লাগার, লাগানোর চেষ্টা করেন সকলেই। আর তার সবচেয়ে বড় বন্ধু চিরন্তন সেই গোলাপই। 

নীল-সাদা গোলাপ
  • 6/15

সেই সুযোগেই ভালোবাসার সপ্তাহ শুরু হওয়ার আগে থেকেই আকাশ ছুঁতে শুরু করে গোলাপের দর। এবারও তাই রঙিন গোলাপের আড়ালে কাঁটা হয়ে বিঁধছে গোলাপের দাম।

নীল-সাদা গোলাপ
  • 7/15

এ বছর বাজারে গোলাপের চাহিদা যেমন তুঙ্গে। তেমনই গোলাপের দাম বেড়েছে অনেকটাই। জানা গিয়েছে,নীল গোলাপ এবং সবুজ গোলাপ বিকোচ্ছে  ৪৫/৫০টাকা প্রতি গোলাপ।

Advertisement
নীল-সাদা গোলাপ
  • 8/15

সারা বছর খোলা বাজারে যে লাল ডাচ গোলাপ ১০/২০ টাকায় পাওয়া যায়। তা গত এক সপ্তাহে ৩৫/৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম ছুঁয়েছে আকাশ। 

নীল-সাদা গোলাপ
  • 9/15

হলুদ,সাদা,পিঙ্ক,অরেঞ্জ,যামিনী গোলাপের দামও ৪০ এর কম কোনওটাই নয়। নীল-সাদা গোলাপ এমনিতে ৩৫-৪০ টাকাতেই বিকোচ্ছিল। চাহিদা বাড়তে কেউ কেউ ৫০ করে দিয়েছেন।

নীল-সাদা গোলাপ
  • 10/15

অন্যদিকে, লোকাল গোলাপগুলি যেগুলি ৫ টাকাতে বিক্রি হয়ে থাকে গোটা বছর, সেগুলি আচমকা পৌঁছে গিয়েছে ১০-এ। ঠাসবুনোট পাপড়ি হলে ২০ টাকায়। 

নীল-সাদা গোলাপ
  • 11/15

ব্যবসায়ীদের কথায়, এই কদিনই ফুলের ব্যবসা। বিভিন্ন অকেশন ছাড়া সারা বছর তেমন লাভ থাকে না। তাই একটু দাম বাড়ে। আগামী সপ্তাহ থেকে ফের দাম পড়ে যাবে। 

Advertisement
নীল-সাদা গোলাপ
  • 12/15

ফুল ব্যবসায়ী প্রভাস গুপ্ত ও জগন্নাথ সামন্তরা জানিয়েছেন,এ বছর চাহিদা ভালই রয়েছে। গত বছর চাহিদা ভালো ছিল কিন্তু লাভ হয়নি তেমন। 

নীল-সাদা গোলাপ
  • 13/15

ব্যবসায়ীরা জানান গত বছর প্রচুর ফুল নষ্ট হয়েছিল। আমদানি অনেক বেশি হয়ে যাওয়ায়। তাঁরা আশাবাদী এবছরও চাহিদা ভালো থাকবে। লাভ বাড়বে। 

নীল-সাদা গোলাপ
  • 14/15

এবছর ৭ থেকে ৮ রকমের গোলাপ এসেছে ফুলের বাজারে । যার মধ্যে অন্যতম সবুজ গোলাপ এবং নীল-সাদা গোলাপ। দারুণ চাহিদা।

 

নীল-সাদা গোলাপ
  • 15/15

এক ক্রেতা সুস্মিতা তিওয়ারি জানান, একসঙ্গে চার-পাঁচ রকমের গোলাপ কিনছেন। তাছাড়া বিভিন্ন রকম গোলাপের তোড়া দেখতে ভাল লাগছে। নীল-সাদা গোলাপগুলি চোখ টানছে। একটু অন্যরকম বলে দাবি তাঁর।

Advertisement