scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Heavy Rain Landslide Darjeeling Hills: আরও একবার দুর্যোগ উত্তরবঙ্গে, বিপদসীমার কাছে তিস্তা, PHOTOS

পাহাড়ে বিপর্যয়
  • 1/9

প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল। এরই মধ্যে নতুন করে তিস্তায় (Teesta River) জলস্ফীতি ঘটায় তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন।

পাহাড়ে বিপর্যয়
  • 2/9

বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক সহ পাহাড়ি রাস্তাগুলিতে।

পাহাড়ে বিপর্যয়
  • 3/9

টানা চারদিনের বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। কালিম্পং তো বটেই, দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে।

Advertisement
পাহাড়ে বিপর্যয়
  • 4/9

সেলফিদাড়া, ২৮ মাইল, সেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। প্রায় সময়ই বন্ধ থাকছে সড়কটি।

পাহাড়ে বিপর্যয়
  • 5/9

ধস নেমেছে দার্জিলিংয়ের সিংমারি সহ একাধিক জায়গায়। এরই মধ্যে টানা ভারী বৃষ্টি হওয়ায় জল বাড়ছে তিস্তায়।

পাহাড়ে বিপর্যয়
  • 6/9

আর এতে আরও বিপজ্জনক করে তুলেছে ১০ নম্বর জাতীয় সড়ককে (NH10)। সমস্যায় তিস্তাপাড়ের বাসিন্দারাও।

পাহাড়ে বিপর্যয়
  • 7/9

তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
পাহাড়ে বিপর্যয়
  • 8/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

 

পাহাড়ে বিপর্যয়
  • 9/9

তবে শনিবার থেকে পরিস্থিতির খানিকটা পরিবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement