scorecardresearch
 

ঝিনুক কুড়োতে গিয়ে বিপত্তি, কোচবিহারে নদীতে ডুবে মৃত্যু হল তিন শিশুর

মাথাভাঙ্গা ১ (Mathabhanga) ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাটে ঘটনাটি ঘটে। মৃতরা হল, অঙ্কুর বর্মন, সুস্মিতা অধিকারী ও আকাশ অধিকারী।

Advertisement
ঝিনুক কুড়োতে গিয়ে বিপত্তি, কোচবিহারে নদীতে ডুবে মৃত্যু হল তিন শিশুর ঝিনুক কুড়োতে গিয়ে বিপত্তি, কোচবিহারে নদীতে ডুবে মৃত্যু হল তিন শিশুর

পরিবারের সঙ্গে ঝিনুক কুড়োতে গিয়ে বিপত্তি। নদীতে ডুবে মৃত্যু হল তিন শিশুর। কোচবিহারের (Cooch Behar News) মাথাভাঙ্গা ১ (Mathabhanga) ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাটে ঘটনাটি ঘটে। মৃতরা হল, অঙ্কুর বর্মন, সুস্মিতা অধিকারী ও আকাশ অধিকারী। তিনজনের বয়স ৯ বছর থেকে ১২ বছরের মধ্যে। তারা সম্পর্কে মামাতো ও পিসতুতো ভাই-বোন।

জোরপাটকি গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশচন্দ্র বর্মন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নদীর ধারে ঝিনুক কুড়োতে গিয়ে তিন শিশু জলে পড়ে যায়। স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই তাঁরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। অঙ্কুর বর্মনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে বাকি দুই শিশুকেও নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত চলছে।

Advertisement