Ananat Maharaj Bjp Rajyasabha: বিজেপি থেকে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ! নিশীথের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

Ananat Maharaj Bjp Rajyasabha: ইতিমধ্যেই অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করতে তৎপর হয়েছে বিজেপি। এর আগে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন অনন্ত। মঙ্গলবার অনন্তর বাড়িতেও যান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানান, ”তালিকা না প্রকাশ হলে বলা যাবে না কে যাচ্ছেন রাজ্যসভায়, কিন্তু আমরা চাই তাঁর মতো মানুষ প্রার্থী হন।

Advertisement
বিজেপি থেকে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ! নিশীথের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনাবিজেপি থেকে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ! নিশীথের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা
হাইলাইটস
  • বিজেপি থেকে রাজ্যসভায় যাচ্ছেন
  • গ্রেটার নেতা অনন্ত মহারাজ!
  • নিশীথের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

Ananat Maharaj Bjp Rajyasabha: অনন্ত মহারাজ কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন? এমন জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় ইতি পরতে চলেছে। সূত্রের খবর বাংলা থেকে বিজেপির প্রথম প্রতিনিধি হিসাবে রাজ্যসভায় যাচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। যদিও সরকারিভাবে এখনও তাঁর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির।

ইতিমধ্যেই অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করতে তৎপর হয়েছে বিজেপি। এর আগে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন অনন্ত। মঙ্গলবার অনন্তর বাড়িতেও যান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানান, ”তালিকা না প্রকাশ হলে বলা যাবে না কে যাচ্ছেন রাজ্যসভায়, কিন্তু আমরা চাই তাঁর মতো মানুষ প্রার্থী হন। মানুষের জন্য প্রয়োজন তাঁকে। তিনি উত্তরবঙ্গের স্বার্থে কাজ করেন। সঠিক সময়ে সব জানতে পারবেন”  যদিও অনন্ত মহারাজের দাবি, “আমার কাছে সকলে আসেন। দাবি পূরণের জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজন। ওটাই একমাত্র পথ!”  তিনি কি রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে অনন্ত জানান, “আমার কাছে প্রস্তাব এসেছে। আমি রাজি নই একথা বলিনি। আমার সম্মতি রয়েছে। আমাকে রাজ্যসভায় পাঠালে রাজি।”

সূত্রের দাবি, এদিন অনন্ত মহারাজের সঙ্গে কথা বলতে তাঁর কাছে যান নিশীথ প্রামাণিক। অনন্ত মহারাজকে যে রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে, এবিষয়ে কথাও হয়েছে তাঁদের! যদিও বিজেপির আর একটি সূত্রের দাবি, অনন্ত মহারাজ নন, অন্য কাউকে প্রার্থী করতে পারে বাংলার গেরুয়া শিবির। যা প্রকাশ হতে পারে বুধবার দুপুরেই!

পশ্চিমবঙ্গে রাজ্যসভার ৭টি আসনের মধ্যে ৬টি আসনে জয় নিশ্চিত তৃণমূলের। অপর আসনে ১টি আসনে জয় নিশ্চিত বিজেপির। সেই একমাত্র আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। দীর্ঘদিন ধরেই একটা জল্পনা চলছিল বিজেপির একমাত্র প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। সূত্রের খবর, দিল্লি থেকে অনন্ত মহারাজকে রাজ্য সভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই প্রস্তাব গ্রহণ করেছেন অনন্ত মহারাজ। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা চলাকালীনই অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। সেখানে দীর্ঘক্ষন বিষয়টি নিয়ে আলোচনা হয় রাজ্যসভার সাংসদ পদ নিয়ে। সেখানেই অনন্ত মহারাজ নিশীথকে সম্মতি দেন রাজ্যসভায় যাওয়ার বিষয়ে।

Advertisement

গত ৬ জুলাই বাংলায় রাজ্যসভার ৭টি আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। ১৩ জুলাই মনোনয়ন পেশের শেষ দিন। নিজেদের ৬টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। তবে বাংলায় ভোটাভুটি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

 

POST A COMMENT
Advertisement