মালদায় সীমান্তে বোমাবাজি বাংলাদেশিদের, কেটে নিয়ে গেল ফসলও

হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে খানিক শীতলতা এসেছে। সীমান্ত এলাকায় নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক রয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

Advertisement
মালদায় সীমান্তে বোমাবাজি বাংলাদেশিদের, কেটে নিয়ে গেল ফসলওমালদায় সীমান্তে বোমাবাজি বাংলাদেশিদের, কেটে নিল ফসল, আহত ২ BSF
হাইলাইটস
  • শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়
  • লাঠি, কাটারি-সহ বিভিন্ন জিনিস নিয়ে কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালায় বাংলাদেশিরা

মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র মদতে বাংলদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়ে। তাতেই আহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গ্যাস বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। এছাড়াও, ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে গেল বাংলাদেশিরা।

হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে খানিক শীতলতা এসেছে। সীমান্ত এলাকায় নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক রয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মালদা, কোচবিহার, বালুরঘাট সহ ভারত-বাংলাদেশ সীমান্তের  একাধিক জায়গায় এই উত্তেজনা তৈরি হয়। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর আন্তর্জাতিক সীমান্ত বেড়া দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিএসএফ ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার বসানোর কাজ শুরু করলে আপত্তি তোলে বিজিবি। ভারতীয় শ্রমিকদের গুলি করে দেওয়ার হুমকি দেয় বাংলাদেশি বাহিনী। এনিয়ে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে। তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়। লাঠি, কাটারি-সহ বিভিন্ন জিনিস নিয়ে কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালায় বাংলাদেশিরা। জমির ফসল কেটে নেয়, নষ্ট করে। ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠেন কৃষক ও গ্রামবাসীরা। পালটা প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। বাংলাদেশিদের তাড়া করেন। খবর পেয়ে এলাকায় পৌঁছন বিএসএফ জওয়ানরা। এরপরেই ইট-পাথর ছোড়ে বাংলাদেশিরা। ছোড়া হয় বোমাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ।

নিরাপত্তার কথা ভেবে এখন সীমান্তের বাসিন্দাদের সীমানার কাছে যেতে দিচ্ছেন না বিএসএফ জওয়ানরা। কারণ চাষের জমিতে যেতে চান জমির মালিকরা। তবে নিরাপত্তার কথা ভেবে জমিতে যেতে দেয়নি বিএসএফ। পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে রয়েছে।

POST A COMMENT
Advertisement