Bomb Found Coachbehar: ভোটের পরও থামছে না অশান্তি? কোচবিহারে BJP কর্মীর বাড়ির বাইরে ব্যাগ ভর্তি বোমা

Bomb Found Coachbehar: পরাজিত এক বিজেপি প্রার্থী ও এক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা ভর্তি ব্য়াগ। কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোটে এই এলাকায় বিজেপির টিকিটে দাঁড়ান অভিজিৎ সরকার। কিন্তু তিনি অবশ্য হেরে যান। তাঁরই বাড়ির বাইরের সিঁড়ি থেকে উদ্ধার হয়েছে ব্য়াগ ভর্তি বোমা। আরেক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকেও এদিন উদ্ধার হয়েছে ব্য়াগ ভর্তি বোমা, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

Advertisement
ভোটের পরও থামছে না অশান্তি? কোচবিহারে BJP কর্মীর বাড়ির বাইরে ব্যাগ ভর্তি বোমাভোটের পরও থামছে না অশান্তি? কোচবিহারে BJP কর্মীর বাড়ির বাইরে ব্যাগ ভর্তি বোমা। প্রতীকী ছবি
হাইলাইটস
  • কোচবিহারে বিজেপি কর্মীর
  • বাড়ির বাইরে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার
  • অভিযোগ তৃণমূলের দিকে

Bomb Found Coachbehar: কোচবিহারে দুই বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে সাতসকালে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা। যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। অন্যদিকে খবর পেয়ে স্থানীয় পুণ্ডিবাড়ি থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। এদিন ওই এলাকায় পঞ্চায়েত বোর্ড গঠন রয়েছে। তাই বিষয়টি নিয়ে আরও জলঘোলা শুরু হয়েছে।

পরাজিত এক বিজেপি প্রার্থী ও এক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা ভর্তি ব্য়াগ। কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোটে এই এলাকায় বিজেপির টিকিটে দাঁড়ান অভিজিৎ সরকার। কিন্তু তিনি অবশ্য হেরে যান। তাঁরই বাড়ির বাইরের সিঁড়ি থেকে উদ্ধার হয়েছে ব্য়াগ ভর্তি বোমা। আরেক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকেও এদিন উদ্ধার হয়েছে ব্য়াগ ভর্তি বোমা, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

বিজেপির কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, দুটি অঞ্চলের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করেছে। সেখানে শুক্রবার বোর্ড গঠন হওয়ার কথা। যাতে বিজেপি কর্মীরা অংশগ্রহণ করতে না পারে, বা ভয় দেখানোর জন্য এই কাজ করেছে তৃণমূলের লোকজন। কোচবিহার ২ নম্বর ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২ টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয় পেয়েছে। তার মধ্যে একটি এই খাপাইডাঙা। এখানে শুক্রবার বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। বিজেপি কর্মীদের ভয় দেখাতে তাদের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করেন জেলা সভাপতি। পুন্ডিবাড়ি থানায় অভিযোগও করা হয়েছে। পুন্ডিবাড়ি থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। কারা এখানে ব্যাগ রেখে গেল, তার তদন্তও শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement