রাজ্যের মেডিকেল কলেজে ফের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনা কোচবিহারের এন জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতের নাম কিশান কুমার। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে ৩০৪ নম্বর রুমে সহপাঠীরা ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপরই পুলিশ এসে ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত পড়ুয়ার বাড়ি বিহারে। হাসপাতাল সূত্র জানা গেছে, বিহার থেকে পরিবারের সদস্যরা আসার পর তাঁদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।
সূত্রের খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, প্রেমের সম্পর্কের টানাপোড়নে মৃত্যু।
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ওই পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, যুবকের মৃত্যু নিয়ে সহপাঠীদের থেকে তাঁরা তথ্য পেতে পারেন।
কোচবিহারের এন জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল জানান, রাত বারোটার পর ইন্টার্ন হস্টেল থেকে ফোন আসে তাঁর কাছে। সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। পুলিশ রাতেই এসে তা উদ্ধার করে নিয়ে যায়। মৃতের বাবাকে খবর দেওয়া হয়েছে। কী কারণে মারা গেল ওই ছাত্র তা জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আরজি কর মেডিক্যালের এক ছাত্রীর দেহ মেলে। প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। সেই ছাত্রীর নাম আইভি প্রসাদ। বয়স ২০। তিনি এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। কামারহাটির ইএসআই কোয়ার্টারে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
রাতে তিনি কোয়ার্টারে একাই ছিলেন। তাঁর বাবা বিদ্যাসাগর প্রসাদ মুম্বাইয়ে একটি ব্যাঙ্কে কর্মরত, এবং মা সুমিত্রা প্রসাদ কামারহাটির ইএসআই হাসপাতালের চিকিৎসক।