scorecardresearch
 

Buxa Tiger Reserve: কয়েক দশক পর পর্যটকদের সামনে রয়্য়াল বেঙ্গল; বক্সায় উচ্ছ্বাস

Buxa Tiger Reserve: দীর্ঘ কয়েক দশক অদর্শনের পর যা উৎসাহ যুগিয়েছিল বন দফতরকে। কদিন আগেই ট্র্য়াপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি। তবে সশরীরে কেউ দেখেনি বাঘকে। তাই একটা আক্ষেপ ছিলই। এবার সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে দিল স্বয়ং শার্দুলসম্রাট নিজে।

Advertisement
কয়েক দশক পর পর্যটকদের সামনে রয়্য়াল বেঙ্গল; বক্সায় উচ্ছ্বাস কয়েক দশক পর পর্যটকদের সামনে রয়্য়াল বেঙ্গল; বক্সায় উচ্ছ্বাস

Buxa Tiger Reserve:  ট্র্যাপ ক্যামেরায় গত এক বছর ধরেই নানা সময় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে (Buxa tiger reserve) রয়্যাল বেঙ্গলের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল। দীর্ঘ কয়েক দশক অদর্শনের পর যা উৎসাহ যুগিয়েছিল বন দফতরকে। কদিন আগেই ট্র্য়াপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি। তবে সশরীরে কেউ দেখেনি বাঘকে। তাই একটা আক্ষেপ ছিলই। এবার সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে দিল স্বয়ং শার্দুলসম্রাট নিজে।

এবার একেবারে মুখোমুখি বাঘমামা। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন একদল পর্যটক। ঘুরতে ঘুরতেই তাঁদের সামনে চলে আসে রয়্যাল বেঙ্গল। অল্প সময়ের মধ্য়েই এটি চোখের আড়ালে চলে যায়। তাতে আক্ষেপ নেই। কারণ এই দর্শন দীর্ঘ কয়েক দশক পর হয়েছে। বক্সায় গত কয়েক দশকে বাঘ দেখার আশা নিয়ে আসে না। বরং হাতি, সম্বর, হরিণ, লেপার্ড ও অন্যান্য প্রাণীতেই সন্তুষ্ট থাকে। এ নিয়ে উচ্ছ্বসিত বন দপ্তরের অধিকারিক সহ বক্সার গাইড,পর্যটক সকলেই।

বক্সা বাঘবনের রাজাভাতখাওয়া পশ্চিমের রেঞ্জার অমলেন্দু মাঝি সংবাদমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, পর্যটকরা বাঘ দেখেছেন। তাতে তাঁরা খুব খুশি। দীর্ঘ বছর পর এই দর্শন হওয়ায় খুশি আরও বেশি। ২০-২৫ বছর ধরে কাজ করা গাইডরাও জানিয়েছেন, তাঁদের গাইড জীবনে বক্সায় রয়্যাল বেঙ্গল দর্শন এই প্রথম। তাঁদের আশা, আবার নিশ্চয় দেখতে পাবেন কেউ।

আরও পড়ুন

একসসয় বক্সায় বাঘেদের ডেরা থাকলেও, গত দু দশকের বেশি সময় ধরে সশরীরে বাঘ দেখা যায়নি। বন দফতর ট্র্যাপ ক্যামেরা পাততেই অবশ্য মাঝে মধ্যে বছর খানেক ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে বাঘের মানে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি মিলেছে। ফলে যাতে ক্রমশ ফিকে হতে থাকা বাঘের অস্তিস্ত্বের মিথ ফের চাঙ্গা হয়েছে। আলিপুরদুয়ারের বক্সার বাঘবনেও একাধিক বাঘের হদিশ মিলেছে বলে ইঙ্গিত মিলেছে বন দফতরের কর্তাদের। কদিন আগেই প্রায় ৪ বছর বয়সী একটি বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় পরপর দু’বার ধরা পড়েছে। সম্প্রতি পূর্ণবয়স্ক আরেকটি বাঘের পায়ের ছাপ নজরে এসেছিল।

Advertisement

বক্সার জঙ্গলে বাঘেদের বাঘেদের বসবাসের আদর্শ স্থান হয়ে উঠেছে সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। বনকর্তাদের মত, গত কয়েক বছরে বক্সায় হাজারের বেশি হরিণ ছাড়ায় তারা অবাধেই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তাই অন্য জায়গা থেকে এলে হাতের কাছে এত খাবার ফেলে অন্যত্র যাবে না। জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর বক্সায় একটি বাঘের অর্ধেক ছবি রাতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল। এর ক’দিন পরেই ৩১ ডিসেম্বর ফের একটি বাঘের পূর্ণ ছবি ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। সেগুলি খতিয়ে দেখে বোঝা যায়, ওই দুটি ছবি একই বাঘের। যার বয়স প্রায় ৪ বছর হতে পারে।

২০২১ সালের ১২ ডিসেম্বর বক্সায় একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ধরা পড়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরের শেষদিকে বক্সায় একাধিকবার বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। বক্সার কোর এলাকার জঙ্গলে থাকা বনবস্তিগুলি উঠে গেলে সেখানে বাঘেরা পাকাপাকিভাবে থাকতে পারে এমন সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না।

 

Advertisement