scorecardresearch
 

Malda Flood Situations: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত মালদার ভূতনি, দুর্ভোগে লক্ষাধিক বাসিন্দা

জলের তলায় মালদার ভূতনি চরের বিস্তীর্ণ এলাকা। গঙ্গার রিং বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জল ঢুকছে মানিকচকের ভূতনির চরের বিভিন্ন এলাকায়। কোথাও বুক সমান জল তো কোথাও কোমর সমান। গত কয়েকদিন ধরেই চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। 

Advertisement
ফাইল চিত্র। ফাইল চিত্র।
হাইলাইটস
  • জলের তলায় মালদার ভূতনি চরের বিস্তীর্ণ এলাকা।
  • গঙ্গার রিং বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
  • গত কয়েকদিন ধরেই চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। 

জলের তলায় মালদার ভূতনি চরের বিস্তীর্ণ এলাকা। গঙ্গার রিং বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জল ঢুকছে মানিকচকের ভূতনির চরের বিভিন্ন এলাকায়। কোথাও বুক সমান জল তো কোথাও কোমর সমান। গত কয়েকদিন ধরেই চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। 

জানা গিয়েছে, মালদার ওই এলাকায় গঙ্গার মূল বাঁধ ভেঙে গিয়েছিল ২ বছর আগে। তারপরে অস্থায়ী রিং বাঁধ তৈরি করা হয়েছিল। গত অগাস্ট মাসে সেটি ভেঙে যায়। তার পর পরই ভূতনিতে জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। 

বন্যা পরিস্থিতির জেরে ভূতনি চরের বিস্তীর্ণ এলাকায় প্রায় ১.৫ লক্ষ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। চলছে উদ্ধারকাজ। এই বিপর্যয়ের মধ্যেই সোমবার সন্ধ্যার পর থেকে হিরানন্দপুরের বাগডুকরা এবং উত্তর চণ্ডীপুরের কালুটোনটোলায় ভাঙন শুরু হয়। যার জেরে বহু চাষের জমি জলের তলায় ডুবে গিয়েছে। বহু মানুষ ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন। 

আরও পড়ুন

অন্য দিকে, বন্যা পরিস্থিতির মধ্যেই মালদায় অন্য ছবি ধরা পড়েছে। মানিকচকের উত্তর চণ্ডীপুর বিপি হাইস্কুলের ত্রাণশিবিরে জন্ম নিয়েছে এক শিশুকন্যা। মেয়ের নাম 'বন্যা' রাখলেন তার মা। আবার, এক অঘটনের খবরও প্রকাশ্যে এসেছে।  বন্যা পরিস্থিতিতে নৌকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এক অন্ত:সত্ত্বাকে হাসপাতালে পৌঁছতে দেরি হয়। ওই প্রসূতির মৃত্যু হয়েছে। 

সম্প্রতি মানিকচক ব্লকে পরিদর্শন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ভূতনিতে প্লাবিত এলাকায় পরিদর্শন করলেন জেলাশাসক। তিনি জানান যে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। কারণ গঙ্গার জলস্তর কমছে। দুর্গতদের খাবার দেওয়া হচ্ছে। 
 

Advertisement