Snowfall At Sikkim Sandakphu: পাহাড়ে প্রবল তুষারপাত-সমতলে বৃষ্টি, সাদা তুষারে ঢাকল সিকিম-সান্দাকফু

Snowfall At Sikkim Sandakphu: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়। প্রত্যাশামতো তাপমাত্রার পারদের পতন হয়েছে। এরপরেই জাঁকিয়ে পড়ে শীত । আর তাপমাত্রার পতন হতেই সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় প্রবল তুষারপাত । মোটা সাদা বরফের চাদরে মুখ ঢাকে পাহাড়, রাস্তাঘাট থেকে বিস্তীর্ণ এলাকা ।

Advertisement
পাহাড়ে প্রবল তুষারপাত-সমতলে বৃষ্টি, সাদা তুষারে ঢাকল সিকিম-সান্দাকফুপাহাড়ে প্রবল তুষারপাত-সমতলে বৃষ্টি, সাদা তুষারে ঢাকল সিকিম-সান্দাকফু

প্রবল তুষারপাত সিকিমের বিভিন্ন এলাকায়। তুষারপাত শুরু হয়েছে দার্জিলিংয়ের সান্দাকফুতেও। সাদা তুষারের চাদরে ঢেকেছে এলাকা। সমতলে যখন রীতিমতো গরমের মরশুম শুরু হয়ে গিয়েছে, তখন পাহাড়ে ঘুরতে গিয়ে তুষারপাতের সাক্ষী থাকতে পেরে আপ্লুত পর্যটকরা। উত্তর সিকিম থেকে পূর্ব-পশ্চিম সিকিমে তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে মুখ ঢাকল পাহাড় ৷ যা এই মরশুমে ঘুরতে আসা পর্যটকদের জন্য বাড়তি পাওয়া ৷ তাই এই সময় উত্তর সিকিমে থাকা পর্যটকদের খুশির কোনও ঠিকানা নেই। বরফ নিয়ে লোফালুফি খেলতে দেখা গিয়েছে বাচ্চা থেকে বুড়ো।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়। প্রত্যাশামতো তাপমাত্রার পারদের পতন হয়েছে। এরপরেই জাঁকিয়ে পড়ে শীত । আর তাপমাত্রার পতন হতেই সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় প্রবল তুষারপাত । মোটা সাদা বরফের চাদরে মুখ ঢাকে পাহাড়, রাস্তাঘাট থেকে বিস্তীর্ণ এলাকা । ইতিমধ্যে বছরের শুরুতেই পর্যটকের ব্যাপক ঢল নেমেছে সিকিমে। অন্যদিকে তুষারে ঢেকেছে দার্জিলিংয়ের সান্দাকফুও। সেখানেও ছুটছেন পর্যটকরা। 

এদিন সকাল থেকেই শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ ছিল। সমতলে তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় ৫-৬ ডিগ্রি নেমেছে। মেঘলা ও শীতল হয়েছে বৃষ্টি নামাতে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সান্দাকফুতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। সোমোগেতে তাপমাত্রা ৩ ডিগ্রি।

রবিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতাও। স্রেফ বৃষ্টি নয়, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলে পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের ট্রপোস্ফিয়ার স্তরে অনুকূল বায়ু প্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবাহের কারণেই রাজ্যের বেশকিছু জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। 

Advertisement

ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে পড়ে শনিবার। মালবাজার, ওদলাবাড়ি, চালসা, লাটাগুড়ি, গজলডোবা এলাকায় ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে। বড় বড় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন একাধিক এলাকা। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে বলে জানানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement