Scrub Typhus North Dinajpur: উত্তর দিনাজপুর জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, ইতিমধ্যে ২৬ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। উল্লেখ্য বর্ষার মধ্যেই রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা।
রায়গঞ্জ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, জ্বর, শরীর ব্যথা, পেট ব্যথা নিয়ে অনেক রোগীই হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্ক্রাব টাইফাসের লক্ষ্মণ থাকলেই রক্ত পরীক্ষা করা হচ্ছে। কেউ এই রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে এলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকরা যদিও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের বক্তব্য, পতঙ্গবাহিত এই রোগ ছোঁয়াচে নয়। রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্ক্রাব টাইফাস একটা জ্বর। এটা নিয়ে কোনও উদ্বেগ বা আতঙ্কের ব্যাপার নেই। হাসপাতালে যথেষ্ট ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
কী উপসর্গ স্ক্রাব টাইফাসের?
করোনার মতোই এই রোগের মূল উপসর্গই হল জ্বর ও শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! রোগের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। আর ডেঙ্গি, স্ক্রাব টাইফাস আর করোনার মধ্যে প্রাথমিক উপসর্গই হল জ্বর।
স্ক্রাব টাইফাসে আক্রান্ত হলে কী করবেন?
এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে যান। প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব। রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দাবি, শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। হাসপাতাল সূত্রের খবর, অনুযায়ী এই রোগে আক্রান্ত প্রত্যেক রোগী জ্বর, প্রবল মাথাব্যথা সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।