scorecardresearch
 

Siliguri Puja Carnival: শিলিগুড়ি পুজো কার্নিভালে ট্রাফিক নিয়ে বড় সিদ্ধান্ত, জেনে রাখুন...

Siliguri Puja Carnival: এবার থেকে প্যান্ডেল তৈরির আগেই পুজো কমিটির কর্তাদের সঙ্গে যৌথভাবে জায়গা পরিদর্শন করবেন পুলিশকর্তারা। কত ফুটের প্রতিমা হবে, প্যান্ডেলের মাপ ইত্যাদি নানা তথ্য জানাতে হবে পুলিশকে।

Advertisement
শিলিগুড়ি পুজো কার্নিভালে ট্রাফিক নিয়ে বিশেষ বন্দোবস্ত, জেনে রাখুন... শিলিগুড়ি পুজো কার্নিভালে ট্রাফিক নিয়ে বিশেষ বন্দোবস্ত, জেনে রাখুন...

কলকাতায় পুজো কার্নিভাল ঘোষণা করা হয়েছে ১৫ অক্টোবর। গত মাসে নবান্নে ডাকা পুজো বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১৫ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভাল হবে। এবার একদিন আগেই ১৪ অক্টোবর শিলিগুড়িতে কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। এবারও শারদ সম্মানের সঙ্গে কার্নিভালে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করবে পুরনিগম।

বিগত বছরগুলিতে দুর্গাপুজো কার্নিভালে গোলমাল থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠভাবে পুজো কার্নিভাল (Carnival) করার জন্যে জোন ভাগ করে দিচ্ছে শিলিগুড়ি পুরনিগম। জোন অনুযায়ী দেওয়া হবে রং-বেরংয়ের রিস্ট ব্যান্ড। সেই ব্যান্ড হাতে পরেই নিজ নিজ জোনে গিয়ে বসতে হবে দর্শনার্থীদের। যাদের কাছে ব্যান্ড থাকবে না তাঁদের ব্যারিকেডের বাইরে থাকতে হবে। ইউটিউবারদের জন্যেও এবার পৃথক স্টেজের ব্যবস্থা করছে শিলিগুড়ি(Siliguri) পুরনিগম। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্য, ‘প্রতিবছরের মতো এবারও সুষ্ঠভাবে কার্নিভাল করতে আমরা বদ্ধ পরিকর। তাই এবার আরও নতুন কিছু পদক্ষেপ করা হয়েছে। পুলিশ ট্রাফিকের বিষয়টি দেখবে।’

প্রথম বছর ২০টির মতো পুজো কমিটি কার্নিভালে থাকলেও গত বছর ১০টি পুজো কমিটি ছিল কার্নিভালে। অব্যবস্থার অভিযোগে অনেকে অংশ নেয়নি। এবার কতগুলি ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করবে সেই বিষয়ে কোনও সঠিক তথ্য নেই পুরনিগমের কাছে। তাই কত ক্লাব থাকবে কার্নিভালে তা জানতে শহরের সমস্ত ক্লাব এবং পুজো কমিটিগুলিকে চিঠি দিচ্ছে পুরনিগম। সেই চিঠির জবাব পাওয়ার পরেই ঠিক হবে কত উদ্যোক্তা এবারের কার্নিভালে অংশ নেবেন।

আরও পড়ুন

গত বছর শিলিগুড়িতে পুজো কার্নিভালে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশ এবং পুরনিগমের কর্তাদের। ভিআইপি মঞ্চ থেকে আর কেউ অনুষ্ঠান দেখতে পাচ্ছিল না। তাই এবার যাতে এই ধরনের কোনও পরিস্থিতি তৈরি না হয় তার জন্যে বিভিন্ন জোন ভাগ করা হচ্ছে। একটি ভিআইপি জোন থাকছে। এর পাশাপাশি মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাঁদের জন্যে পৃথক জোন, বয়স্ক মানুষদের জন্যে পৃথক জোন, বিশেষ ভাবে সক্ষমদের জন্যে পৃথক জোন থাকছে। শহরের এয়ারভিউ মোড়, সেবক মোড়, হাসমিচকে বসানো হচ্ছে স্ক্রিন।

Advertisement

হিলকার্ট রোডজুড়ে বাঁশের ব্যারিকেড করা হবে। ওই ব্যারিকেড টপকে যাতে কেউ ভেতরে রাস্তায় প্রবেশ করতে না পারে তার জন্যে পুলিশবাহিনী থাকবে, থাকবেন পুরনিগমের সমন্বয়কারী আধিকারিকেরা। ১৪ অক্টোবর কার্নিভালের দিন হিলকার্ট রোড, বর্ধমান রোড, বিধান রোডে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অন্য পথে গাড়িগুলি চালানো হবে। এদিনের এই বৈঠক থেকে পুজো উদ্যোক্তারা এবং কার্নিভালে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ এবং প্রশ্ন রেখেছেন।

এবারও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সিঙ্গল উইন্ডো অনুমতি প্রদানের ব্যবস্থা করতে চলেছে। এক জায়গা থেকেই সমস্ত অনুমতি মিলবে বলে জানিয়েছেন কর্তারা। পুজো উদ্যোক্তাদের সমস্যা হলে তাঁরা সরাসরি পুরনিগমে যোগাযোগ করতে পারেন কিংবা টক টু মেয়র অনুষ্ঠানে জানাতে পারেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র। এদিনের বৈঠকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের সমস্ত মেয়র পারিষদ, কাউন্সিলার উপস্থিত ছিলেন। এ ছাড়া যোগ দেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক, শিলিগুড়ির মহকুমা শাসক, এসজেডিএ’র এইও সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।

সাহু নদীর ঘাটে বিসর্জনের (Siliguri Puja Carnival) প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার অভিযোগ বৈঠকে জানান পুজো কমিটির উদ্যোক্তারা। প্রত্যুত্তরে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস দেন আধিকারিকরা। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার (জোন-ওয়ান) দীপক সরকার জানিয়েছেন, এবার পুজোয় নিরাপত্তা জোরদার করা হবে। রাস্তায় থাকবে অ্যান্টি ইভটিজিং টিম। থাকছে সাদা পোশাকের পুলিশও।


 

Advertisement