MLA কৃষ্ণ কল্যাণী ফের দল বদলে BJPর পথে? bangla.aajtak.in-কে যা জানালেন

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কৃষ্ণ কল্যাণী। তিনি লেখেন, রায়গঞ্জ শহরের অবস্থা উদ্বেগজনক। পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলায় শহরের পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো উন্নয়নের কাজ কার্যত থেমে রয়েছে। শহরে জলাবদ্ধতা, নোংরা রাস্তা, আর বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা এখন সবার চোখে পড়ছে।

Advertisement
MLA কৃষ্ণ কল্যাণী ফের দল বদলে BJPর পথে? bangla.aajtak.in-কে যা জানালেনMLA কৃষ্ণ কল্যাণী ফের দল বদলে BJPর পথে? bangla.aajtak.in-কে যা জানালেন

রায়গঞ্জে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই মুখ খুললেন দলেরই বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে জানিয়ে দিলেন, পুজো কার্নিভালে তিনি অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন আসতে এখনও কয়েক মাস বাকি। তার আগেই এই ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কৃষ্ণ কল্যাণী। তিনি লেখেন, রায়গঞ্জ শহরের অবস্থা উদ্বেগজনক। পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলায় শহরের পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো উন্নয়নের কাজ কার্যত থেমে রয়েছে। শহরে জলাবদ্ধতা, নোংরা রাস্তা, আর বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা এখন সবার চোখে পড়ছে।

সরকার অর্থ বরাদ্দ করলেও তা সঠিক ভাবে কাজে লাগছে না, এমন অভিযোগও তুলেছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও মেনে নিয়েছেন। তাঁর মতে, এমন পরিস্থিতিতে শহরের উন্নয়ন ও নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধু উৎসবে সামিল হওয়া ঠিক নয়। তাই তিনি এ বছর কার্নিভালে থাকছেন না।

এই পোস্ট সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। অনেকের মতে, ফের কি দলবদলের প্রস্তুতি নিচ্ছেন কৃষ্ণ কল্যাণী? এর আগে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ আসন থেকে জিতেও যান। কিছু মাসের মধ্যেই তিনি তৃণমূলে ফিরে আসেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে রায়গঞ্জ থেকে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে হেরে যান। পরে উপনির্বাচনে আবার তৃণমূলের প্রার্থী হয়ে বিধায়ক নির্বাচিত হন। যদিও খাতায় কলমে অবশ্য এখনও বিজেপি বিধায়ক। দল বদল করলেও। একই সঙ্গে বিধানসভায় পিএসি চেয়ারম্যানও

তাঁর পোস্ট প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ভোট যত এগিয়ে আসবে, তত তৃণমূলের অনেক নেতা পাঁচিলে উঠতে চাইবেন। নানা মন্তব্য, নানা কাজ দেখা যাবে। কৃষ্ণ কল্যাণীকেও তেমনই একজন বলে মনে হচ্ছে।

এই বিষয়ে আজতক বাংলার তরফে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কৃষ্ণ কল্যাণী বলেন, "আমি রায়গঞ্জের বিধায়ক এবং রায়গঞ্জ পুরসভার একজন নাগরিক। তাই পরিষেবা বিঘ্নিত হলে আমি বারবার সরব হব। তাতে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার কাজ করে করে যাব। পাশাপাশি বিধায়ক হিসেবেও আমার এটা কাজ। তাতে কেউ কেউ ষড়যন্ত্র করে প্রচার করার চেষ্টা করছে, আমি তৃণমূল ছাড়ব। এটা সম্পূর্ণ মিথ্য়া। আমি আমৃত্য়ু তৃণমূলে আছি। কোনও অনিয়ম নিয়ে সরব হওয়া মানেই দল ছাড়ার ধুয়ো তোলা বোকামি।"

 

 

 

POST A COMMENT
Advertisement