scorecardresearch
 

Bangladesh: স্বস্তি, ৩ দিন আটকে থাকার পর চ্যাংরাবান্ধা দিয়ে দেশে ফিরলেন ভারতীয় ট্রাকচালকরা

সোমবার বিকেলে ফের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ২০ টি আটকে থাকা ট্রাক দেশে ফিরেছে। এ বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ৩৪টি ট্রাক আটকে ছিল।

Advertisement
স্বস্তি, ৩ দিন আটকে থাকার পর চ্যাংরাবান্ধা দিয়ে দেশে ফিরলেন ভারতীয় ট্রাকচালকরা স্বস্তি, ৩ দিন আটকে থাকার পর চ্যাংরাবান্ধা দিয়ে দেশে ফিরলেন ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে আন্দোলনের জেরে সেদেশে তৈরি হওয়া অচলাবস্থার জেরে ভারত-বাংলাদেশের মধ্যে সমস্ত শনিবার থেকে চ্যাংরাবান্ধায় আন্তর্জাতিক স্থলবন্দরে বাণিজ্য বন্ধ ছিল। ফলে ওপার বাংলায় আটকে পড়ে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকগুলি। একদিকে সেদেশের খবর পড়ে এদেশে ট্রাকচালকদের পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। অবশেষে উদ্বেগ কাটল তিনদিন পর।

সোমবার বিকেলে ফের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ২০ টি আটকে থাকা ট্রাক দেশে ফিরেছে। এ বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ৩৪টি ট্রাক আটকে ছিল। গতকাল দুটি ট্রাক পণ্য খালি করে চলে আসে। এদিন বাকি ৩২টি ট্রাকের মধ্যে ১৮টি ট্রাকের চালক এসেছেন। বাকি চালকদের কাল আনার ব্যবস্থা করা হবে। সংগঠনের সম্পাদক আব্দুল সামাদ জানান, এই ট্রাকগুলি পাথর নিয়ে গিয়েছিল। ট্রাকগুলি সেখানে রয়েছে। 

ট্রাক চালকরা জানিয়েছেন, দেশে ফিরে হাঁফ ছেড়ে বেঁচেছেন। কার্ফিউ থাকায় ট্রাক পার্কিং এলাকা থেকে তাঁরা বের হতে পারছিলেন না। ঠিকমতো খাবারের ব্যবস্থা ছিল না। দোকানপাট হোটেল সব বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ পণ্যবাহী ট্রাক চলাচল করেছিল। এরপর থেকে সব বন্ধ হয়ে গিয়েছে। বর্ডার খুললে আবার সব চালু হবে।

চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার কানু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ভারত ও বাংলাদেশের দু’দেশের বাণিজ্যের ক্ষতি হচ্ছে। পাশাপাশি চ্যাংরাবান্ধায় বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল ব্যক্তিরা সকলেই সমানভাবে ভুক্তভোগী হচ্ছেন। তবে আপাতত কিছু করার নেই, তা স্বীকার করেছেন সকলেই।

 

TAGS:
Advertisement