মর্মান্তিক, ইসলামপুরে তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরউত্তর দিনাজপুরের ইসলামপুরে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সোমবার। তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। একজন জলে ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও তলিয়ে গিয়েছে বলে প্রত্য়ক্ষদর্শীদের দাবি। মাঝে মধ্যেই এখানে প্রবল স্রোতের বলি হন অনেকেই। তাই প্রশাসনের কাছে এখানে স্নান করতে নামার উপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি তুলছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাপুর তিস্তা ক্যানেল এলাকায়। মৃত দুই কিশোরের নাম হাসেন (১০) ও রুবেল (১২)। দুজনই ইসলামপুর পুরসভার আলিনগর এলাকার বাসিন্দা ছিল। প্রতিদিনই এই ক্যানেলে প্রচুর মানুষ এসে স্নান করেন। এদিনও তিন কিশোর স্নান করতে নামে। সেই সময় হঠাৎই এক কিশোর তিস্তার জলের চোরাস্রোতে তলিয়ে যেতে শুরু করে। তাকে তলিয়ে যেতে দেখে পাড়ে থাকা আরেকজন কিশোরও ডুবে যায়।
এর আগে মাত্র এক সপ্তাহ আগে মুর্শিদাবাদের ইসলামপুরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তিন নাবালিকার।গত শনিবার দুপুরে তিন বন্ধু পুকুরে স্নান করতে গেলে। এক কিশোরীর বাবা তাদের গভীর পুকুরে নামতে নিষেধ করেন। কিন্তু পরে আবার এসে তিনজনে পুকুরে স্নান করতে নামে। তারপরই স্থানীয়দের নজরে পরে পুকুরে দেহ ভাসছে হঠাৎই। স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।