শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার কাছে টিপুখোলায় দিনভর দাপিয়ে বেড়াল একটি দাঁতাল হাতি। হাতিটি কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা রেঞ্জের টিপুখোলা এলাকায় ঘুরে বেড়ায়। সেই সময় অনেকে এলাকায় পিকনিক ও ঘোরাঘুরি করছিল। এলাকায় একটি প্রাচীন মন্দিরও রয়েছে। যা জংলিবাবার মন্দির বলে পরিচিত। সেই এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি। অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দি করেন হাতির গতিবিধি। অন্যদিকে সন্ধ্যার দিকে ফাঁসিদেওয়ার হেঁটমুড়ি সিংহিঝোরা এলাকায় একটি হাতি এলাকায় ঢুকে পড়ে। তখন কালীপুজো চলছিল স্থানীয় একটি মন্দিরে। তার সামনে দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যায়। তবে দুটি নয় একটি হাতি বলে দাবি বনকর্মীদের। তবে দিনভর হাতির বিচরণে ব্যতিব্যস্ত ছিল দুই এলাকা।