scorecardresearch
 
Advertisement

TMC Leader-Doctor Argument at Dinhata: 'ডাক্তার নেই', রোগীদের অভিযোগে হাসপাতালে তৃণমূল কর্মীরা, তারপর...

TMC Leader-Doctor Argument at Dinhata: 'ডাক্তার নেই', রোগীদের অভিযোগে হাসপাতালে তৃণমূল কর্মীরা, তারপর...

কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে রোগীদের সঠিক পরিযেবা না পাওয়ার অভিযোগ তুললেন রোগীর পরিজনরা। এদিন রোগী ও তাঁদের আত্মীয়স্বজনদের হয়রানির নানা অভিযোগে হাসপাতালে হাজির হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। শনিবার সকালে দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও শহর ব্লক সভাপতি বিশু ধর সহ তৃণমূল নেতৃত্ব হাসপাতাল পরিদর্শনে যান। চিকিৎসকদের সময়মতো না বসা ও রোগীদের হেনস্তার অভিযোগের জবাব দিতে বলেন তাঁরা।

Advertisement