scorecardresearch
 
Advertisement

Cooch Behar Flight Service: কোচবিহার বিমানবন্দর থেকে কলকাতা পর্যন্ত ৯ আসনের বিমান পরিষেবা চালু

Cooch Behar Flight Service: কোচবিহার বিমানবন্দর থেকে কলকাতা পর্যন্ত ৯ আসনের বিমান পরিষেবা চালু

রাজ আমলের তৈরি কোচবিহার বিমানবন্দর দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। রাজ্য এবং কেন্দ্রের দড়ি টানাটানিতে বারবার বিমান পরিষেবা শুরু হয়েও বন্ধ হয়ে যাচ্ছিল। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দর পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তখন তিনি জানিয়েছিলেন, কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ৯ আসন বিশিষ্ট বিমান পরিষেবা চলবে। সেই অনুযায়ী প্রথমে ১৫ তারিখ চালু হওয়ার কথা বলা হয়েছিল। পরে বিমান কর্তৃপক্ষ তারিখ পরিবর্তন করে ২১ ফেব্রুয়ারি করা হয়। আজ দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ৯ আসনের ছোট বিমান নামে কোচবিহারে। বিমানে বিজেপির পাঁচ বিধায়ক সুকুমার রায়, মালতি রাভা, মিহির গোস্বামী, সুশীল বর্মন ও নিখিল রঞ্জন দে কোচবিহারে আসেন। এই বিমানেই আসার কথা ছিল কোচবিহার পুরসভার তৃণমূল চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূলের চার জনের। কিন্তু শেষ মুহুর্তে তাঁরা জানিয়ে দেন তাঁরা বিমানযাত্রা করবেন না। ফলে বিমানের চারটি আসন ফাঁকাই ছিল।

Advertisement