বাঙালি পর্যটকদের পাহাড়ে পৌঁছে দেয় দার্জিলিং মেল। সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গেও সংযোগ রক্ষা করে এই ট্রেন। ইস্টার্ন রেল পরিচালিত হলেও ঐতিহাসিক গুরুত্বের জন্য এই ট্রেন নিয়ে উত্তরবঙ্গের মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। তার রুট বদলের খবরে হইচই পড়ে যায়। অবশেষে পথে নামল রেল।